বিচারপতি হাবিবুর রহমানের স্ত্রী মারা গেছেন, প্রধান বিচারপতির শোক
প্রতীকী ছবি
সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী ইসলামা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ মে) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলশানের আজাদ মসজিদে ইসলামা রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, দুপুরে সোয়া ১টার দিকে মারা যান তিনি। তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী ইসলামা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এফএইচ/এমআইএইচএস/জিকেএস