দুর্নীতি মামলায় ৩ সার্ভেয়ারের পর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কারাগারে

চট্টগ্রামে ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২ এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৮ মে) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুর্নীতি মামলার আসামি শাহাদাত হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই মামলায় গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সার্ভেয়ার আমানাতুল মাওলা (বেশ কয়েক বছর ধরে বাঁশখালীতে প্রেষণে নিয়োজিত) ও মজিবর রহমান এবং রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশীষ চৌধুরীকে কারাগারে পাঠান আদালত। পরে তারা জামিন পান।
মামলার নথি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গা মৌজায় ২৩ শতক ভূমির মালিকানার কাগজপত্র তৈরি করে চট্টগ্রাম এলএ শাখা থেকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ৩ জানুয়ারি মামলা করে দুদক। মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগোসহ ১৫ জনকে আসামি করা হয়। পরে আসামিরা আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেন।
২০২২ সালের ৩১ জুলাই আসামিদের এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয় দুদক। কিন্তু চট্টগ্রাম মহানগর দায়রা জজ দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে ১৫ আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
ইকবাল হোসেন/এমকেআর