মেয়র তাপসের বিচার দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৯ মে ২০২৩

‘বিচার বিভাগ নিয়ে কটূক্তি’ ও ‘সুশীলদের নিয়ে অবমাননাকর’ বক্তব্য দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (২৯ মে) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বর থেকে কয়েকশ আইনজীবী বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে মূল সড়কে নেমে যায়। পরে মিছিল নিয়ে মাজার গেট, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ মায়দান হয়ে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে আসার পর দুপুর দেড়টার দিকে মানববন্ধন শুরু করেন আইনজীবীরা।

আরও পড়ুন>> তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে আনলেন ব্যারিস্টার আমীর উল ইসলাম

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আপনি (তাপস) সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছেন। এটাকে আইনের আওতায় আনতে হবে।’

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বিনাভোটে দখলদার মেয়র তাপস বিচার বিভাগের জন্য হুমকি। তিনি সুশীলদের বস্তায় ভরে বুড়িগঙ্গার কালোপনিতে নিক্ষেপ করার যে বক্তব্য দিয়েছেন তা পূর্বপরিকল্পিত এবং ফৌজদারি অপরাধ। আমরা অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবী সমাজকে এ ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

lawer-2.jpg

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- এমন বক্তেব্য দেওয়ার পরও সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নেননি। আপনারা ব্যবস্থা নেন। আমি বলতে চাই, আপিল বিভাগ হলো দেশের বিচার বিভাগের অবিভাবক। এখনো কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা কি ভয় পান? দয়া করে সাহস করুন।’

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘অবিলম্বে মেয়র তাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুন>> আমীর-উলের আওয়ামী লীগে আর জায়গা হবে না: দুলাল

এসময় বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে আইনজীবী আবেদ রাজা, মনির হোসেন, মো. আক্তারুজ্জামান, রাগীব রউফ চৌধুরী, হুমায়ুন কবির মঞ্জু, মোরশেদ আল মামুন লিটন, মনিরুজ্জামান আসাদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো. কামাল হোসেন, সাবেক সহ-সম্পাদক মো. মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, মো. শহিদুল ইসলাম সপু, সৈয়দ মো. তাজরুল হোসেন, কেআর খান পাঠান, রেজাউল করিম, মাহফুজুর রহমান মিলন, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, মাহমুদ হাসান, মো. জহিরুল ইসলাম সুমন, নাসির উদ্দিন খান সম্রাট, মাসুদ রানা, মো. মাকসুদ উল্লাহ, মু. কাইয়ুম প্রমুখ অংশ নেন।

এফএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।