কিউবিক্যাল সমস্যা নিরসনে আশ্বাস
প্রধানমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হকসহ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা। সাক্ষাৎকালে আইনজীবীদের কিউবিক্যাল সমস্যা নিরসনে নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার (৫ জুন) গণভবনে আইনজীবী সমিতির নির্বাচিত নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
সুপ্রিম বারের সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুডিশিয়ারি ও বারের উন্নয়নের প্রধানমন্ত্রী সবসময় পাশে থাকবেন এবং আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল বলেন, প্রধানমন্ত্রী এক অসাধারণ ব্যক্তিত্ব। এক বিরল মানবিক সত্তা। প্রায় ৩০ মিনিট তিনি প্রাণ খুলে কথা বলেন আমাদের সঙ্গে। সবকিছু জেনে নেন। অনেক সুখবর অপেক্ষা করছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য।
সাক্ষাৎকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. আলী আজম, জেসমিন সুলতানা, সহ-সম্পাদক এ বি এম নূর-এ-আলম ও মোহাম্মদ হারুন-উর রশিদ, কোষাধ্যক্ষ এম মাসুদ আলম চৌধুরী, নির্বাচিত সদস্য মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
এফএইচ/ইএ/জেআইএম