মানবতাবিরোধী অপরাধ

যশোরের ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২০ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৮ জুন ২০২৩
ফাইল ছবি

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সংঘটিত হত্যা, গণহত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় যশোরের ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সাক্ষীর জবানবন্দি উপস্থাপন না করে সেটি পিছিয়ে আগামী ২০ জুন দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত ১০ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলায় আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় আজ মামলায় ওপিনিং স্টেটমেন্ট উপস্থাপন করা হয়। এখন সাক্ষীর জবানবিন্দ উপস্থাপনের জন্য আগামী ২০ জুন পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। ওইদিন মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছে।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

বৃহস্পতিবার ( ৮জুন ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

এ দিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সুলতান মাহমুদ সীমন, মো. মোখলেসুর রহমান বাদল, সাহিদুর রহমান, জাহিদ ইমাম।

এ মামলায় মোট ১৫ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ছয়জন। তারা হলেন-মো. ডা. লুৎফর রহমান (৭১), খয়বার রহমান (৭০), নুরুল ইসলাম (৬৮), আবুল হোসেন বিশ্বাস (৬৮), আবু বকর (৬৯) ও হোসেন আলী মোল্লা (৭২)। এরমধ্যে একজনকে জামিন দিয়েছেন আদালত। তিনি হলেন হোসেন আলী মোল্লা। আর একজন (২০২২ সালের ১২ ডিসেম্বর) মারা গেছেন, তিনি হলেন মো. হাসান আলী শেখ। বাকি ৮ আসামি এখনো পলাতক। এ কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

গ্রেফতার আসামিরা সবাই মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন। আর বর্তমানে হোসেন আলী জাতীয় পার্টি ও বাকিরা বিএনপি সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগে বলেছেন, মুক্তিযুদ্ধকালীন যশোরের বাঘারপাড়া থানা ও কোতোয়ালি থানায় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, ধর্ষণ ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ দাখিল করেছে।

২০২২ সালের ৩ আগস্ট ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে যশোরের বাঘারপাড়া ও কোতোয়ালি থানা এলাকায় মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয় ১৫ আসামির বিরুদ্ধে। এটি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ৮৪তম প্রতিবেদন বলে জানিয়েছিলেন সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।