৭ খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২১ মার্চ ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ ধার্য করেছে আদালত। আজ সাক্ষ্যগ্রহণ করা হয়েছে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কে এম মহিউদ্দিন, দুই পুলিশ সদস্যসহ ৭ জনের।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টা হতে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৭ খুনের ঘটনায় গ্রেফতার ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিকে, সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখতে ষষ্ঠবারের মতো আবেদন করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন ও চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা লে.কর্নেল তারেক সাঈদের পক্ষের আইনজীবীরা। তবে আদালত তাৎক্ষণিক এ ব্যাপারে কোন আদেশ দেয়নি।

শুনানির শুরুতে আদালতে তারেক সাঈদ ও নূর হোসেনের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, ৭ খুন মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের নিষ্পত্তি এখনও হয়নি। তাই এখন বাদীকে (সেলিনা ইসলাম বিউটি) ও এ দুইজনের (তারেক সাঈদ ও নূর হোসেন) পক্ষে জেরা করা যাচ্ছে না। সময় প্রয়োজন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে। সাক্ষীকে জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা।

প্রসঙ্গত ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

শাহাদাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।