জুডিসিয়াল সার্ভিসের বিবৃতির নিন্দা বিএনপিপন্থি আইনজীবীদের

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট গৃহীত রেজুলেশনের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। যা চাকরিরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে নজিরবিহীন। এ বিবৃতি থেকে স্পষ্টতই বোঝা যায় বর্তমান শাসনব্যবস্থায় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণ করা হয়েছে।
একই সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠনটি অধিকার সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন ইলানের সাজার নিন্দা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার জন্য এবং বিচার বিভাগকে নির্বাহী প্রভাব থেকে দূরে রাখার জন্য লড়াই করে আসছি। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের জন্য সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তাদের (জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন) বিবৃতি বিচারব্যবস্থার ওপর অপবাদ। এ বিবৃতির কারণে তারা তাদের স্বাধীনতা হারিয়েছে। তাদের কাছ থেকে সঠিক বিচারের কোনো আশা করা যায় না।
বিজেএএফের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারককে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ হিসেবে ঘোষণা করতে দেখেছি। আমরা বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ ধরনের বক্তব্যের নিন্দা জানাই।
এফএইচ/জেডএইচ/এএসএম