বার কাউন্সিল নৈর্ব্যক্তিক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট আইনজীবী অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এর আগে ২০ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়। যা ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আইনজীবীদের সনদ দানকারী ও নিয়ন্ত্রক একমাত্র সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষার চলমান অনলাইন ফরম পূরণ কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইটে (http://bar.teletalk.com.bd) ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এছাড়া মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনের কারণে আসন্ন এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী যে সব প্রার্থীকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে, সেসব প্রার্থীর জন্য পিউপিলেজ রেজিস্ট্রেশন লিংক পুনরায় উন্মুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন বিধিমালা সাপেক্ষে অনলাইনে (bar.teletalk.com.bd) সংশ্লিষ্টদের রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। সেই সঙ্গে পরবর্তী এক কার্যদিবসের মধ্যে অর্থাৎ সর্বশেষ ২৬ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পিউপিলেজ রেজিস্ট্রেশনের হার্ড কপি ফাইল বার কাউন্সিলে যথানিয়মে দাখিল করে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

এরপর এনরোলমেন্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রাপ্তদের আসন্ন এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। বিশেষভাবে উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য নিম্নআদালত-অনলাইন-রেজিস্ট্রেশন লিংক বন্ধ থাকবে।

এছাড়া পূর্বোল্লিখিত বিজ্ঞপ্তিসমূহের ঘোষিত অন্যান্য নির্দেশনা/শর্ত অপরিবর্তিত থাকবে।

বিশেষভাবে উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীর যোগ্যতা-নির্ধারণী শর্ত যথা শিক্ষানবিশকাল সময়সীমা, রেজিস্ট্রেশনের মেয়াদ প্রভৃতি অপরিবর্তির থাকবে। অর্থাৎ, সংশ্লিষ্ট উপযুক্ত প্রার্থীদের পিউপিলেজ সময়সীমা, রেজিস্ট্রেশনের মেয়াদ প্রভৃতি ২০ সেপ্টেম্বর তারিখই নির্ধারিত থাকবে।

এফএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।