সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জাহেদুল আলম জাহিদ (৪২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তিনি মারা যান।

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, জাহিদ বাসায় স্ট্রোক করলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলায় তার প্রথম জানাজা হয়। এরপর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে গেলে সেখানে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাদ যোহর জানাজা শেষে কুমিল্লার বুড়িচংয়ের পাঁচোড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তিনি স্ত্রী, কন্যা ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট জাহিদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য ও ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ছিলেন।

আইনজীবী জাহিদের মৃতুতে শোক জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।

এফএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।