জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১১ বিচারক বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ১১ সদস্যকে (বিচারক) বদলি করা হয়েছে। এছাড়া একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজকেও বদলি করা হয়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ওসমান হায়দারের (প্রশাসন-১) সই করা প্রজ্ঞাপনের ভাষ্য হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ১১ জনকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

বর্ণিত বিচারকদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তা/জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৫ ফেব্রুয়ারি এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমান সরদারকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব পদে (প্রেষণে), কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে ঢাকার জেলা ও দায়রা জজ পদে, খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. সাইফুজ্জামান হিরোকে ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ পদে, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনকে ঢাকা মহানগর দায়রা জজ পদে, সিলেট মহানগর দায়রা জজ এ, কিউ এম নাছির উদ্দীনকে সিলেটের জেলা ও দায়রা জজ পদে, সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরকে রংপুরের জেলা ও দায়রা জজ পদে, টাঙ্গাইলের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মো. রাফিজুল ইসলামকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ পদে, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আলী আহমেদকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ পদে, বান্দরবানের জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূঁইয়াকে নোয়াখালীর জেলা ও দায়রা জজ পদে এবং আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) পদে বদলি করা হয়েছে।

এছাড়া অপর প্রজ্ঞাপনে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) জিয়া উদ্দিন মাহমুদকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) পদে এবং জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীনকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) পদে বদলি করা হয়েছে।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।