১০০ সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

সহকারী জজ নিয়োগে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪ সালের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহকারী সচিব ইয়াসমিন বেগম।

এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ১০০ জনকে।

যারা আবেদন করতে পারবেন
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে পরীক্ষা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে শেষ হতে হবে।

আগামী মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।