হত্যা মামলায় সাবেক এমপি মহিউদ্দিন কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

হত্যা মামলায় গ্রেফতার ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে রোববার (১২ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরের দিন ৯ জানুয়ারি এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন সাত নম্বর সেক্টরে অবস্থিত বিএনএস সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী আব্দুর রউফ (২৬)। এসময় মামলার আসামিরা রাস্তার ওপর এলোপাথারি গুলি ছুড়লে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিহতের ভাই মো. সাকিব হাসান বাদী হয়ে একটি মামলা করেন।

এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।