যুক্তরাষ্ট্রে থাকা গোলাপের ৯ ফ্ল্যাট-বাড়ি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ এএম, ২০ জানুয়ারি ২০২৫
আবদুস সোবহান গোলাপ (ডানে), ফাইল ছবি

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং তার পরিবারের নামে থাকা যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন।

জব্দ হওয়া স্থাবর সম্পদ ও অবরুদ্ধ ব্যাংক হিসাবের মধ্যে গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার নাম রয়েছে। জব্দ তালিকার মধ্যে রয়েছে আবদুস সোবহান গোলাপ ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা মিরপুরের একটি পাঁচতলা বাড়ি। যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের মধ্যে রয়েছে আটটি সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট এবং একটি ডুয়েল ফ্যামিলি ইউনিট।

এর বাইরে আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত ২ অক্টোবর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন একই আদালত।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।