বিএনপিপন্থি আইনজীবী ফোরাম গাজীপুরের কমিটি বিলুপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৪ জানুয়ারি ২০২৫

সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবী ফোরামের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গাজীপুর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগপন্থি নয়, বিএনপিপন্থি সাত এবং জামায়াতপন্থিরা দুটি পদে বিজয়ী হয়েছেন। এরপর রোববার (১৯ জানুয়ারি) ওই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।