সাদা পোশাক থেকে কোরবানির পশুর রক্তের দাগ তোলার ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:১১ এএম, ০৭ জুন ২০২৫

ঈদ মানেই নতুন জামা, পরিচ্ছন্নতা আর আত্মত্যাগের শিক্ষা। কোরবানির ঈদের সকালে অনেকেই সাদা পাঞ্জাবি বা নতুন জামা পরে নামাজ শেষে সোজা চলে যান কোরবানির মাঠে। পশু জবাইয়ের সময় সহায়তা করতে হোক কিংবা শুধুই উপস্থিত থাকতে গিয়েই হোক, সাদা কাপড়ে লেগে যায় গাঢ় লাল রক্তের দাগ।

সাদা কাপড়ে দাগ খুব দৃষ্টিকটু লাগে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিলে অনেক সময় দাগ স্থায়ীও হয়ে যায়। মনে রাখবেন, পোশাকে সাধারণ দাগ আর রক্তের দাগ এক নয়। তাই জেনে রাখুন কীভাবে তুলবেন সাদা কাপড় থেকে পশুর রক্তের দাগ-

আমেরিকান কেমিক্যাল সোসাইটির মতে, রক্তের দাগ একটি প্রোটিনভিত্তিক দাগ। আর এই দাগ তুলতে সবচেয়ে জরুরি হলো সময়মতো ব্যবস্থা নেওয়া।

১. ঠান্ডা পানি ব্যবহার করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গুড হাউসকিপিং ক্লিনিং ল্যাব’ জানায়, তাজা রক্তের দাগ তুলতে প্রথমেই ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। কখনোই গরম পানি নয়, কারণ তা রক্তের প্রোটিন জমাট বাঁধিয়ে দাগ স্থায়ী করে তোলে। তাই দাগ লাগা মাত্রই সেই অংশটি ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখলে রক্ত সহজেই কাপড় থেকে আলগা হয়ে যায়।

সাদা পোশাক থেকে কোরবানির পশুর রক্তের দাগ তোলার ৫ উপায়

২. লবণ পানির ম্যাজিক

প্রথমিক ধাপের পর চাই কিছু বাড়তি কৌশল। সবচেয়ে সহজ পদ্ধতি হলো লবণ পানি ব্যবহার করা। এক গ্লাস ঠাণ্ডা পানিতে দুই চা চামচ লবণ মিশিয়ে একটি তুলা দিয়ে দাগের ওপর আলতো করে চাপ দিন। এতে দাগ ধীরে ধীরে হালকা হয়ে আসবে।

৩. হাইড্রোজেন পার-অক্সাইড

আরেকটি কার্যকর উপায় হলো হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করা। এটি রক্তের রঙ উৎপাদনকারী উপাদানগুলোকে অক্সিডাইজ করে রঙহীন করে ফেলে। তবে এই উপাদানটি ব্যবহারের আগে কাপড়ের এক কোণায় পরীক্ষা করা জরুরি, বিশেষত রঙিন কাপড়ে।

৪. বেকিং সোডা নাকি ভিনেগার

রক্তের দাগ তুলতে বেকিং সোডাও কার্যকর। এক চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তা দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ব্রাশ দিয়ে হালকা ঘষে দিয়ে ধুয়ে ফেললে অনেক সময়েই দাগ উঠে যায়। একইভাবে সাদা ভিনেগারও একটি প্রাকৃতিক দাগ পরিষ্কারকারী হিসেবে কাজ করে। ৫০ ভাগ পানি ও ৫০ ভাগ ভিনেগার মিশিয়ে দাগে স্প্রে করে ১০ মিনিট রেখে দিন। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

৫. পুরনো দাগে লাগবে রাসায়নিক

দাগ যদি একেবারে পুরনো হয়ে যায়, তখন বাজার থেকে বিশেষ দাগ তোলার বিশেষ রাসায়নিক পণ্য নিয়ে আসতে হবে। এই ধরনের পণ্যে থাকা এনজাইম রক্তের প্রোটিনকে ভেঙে দিয়ে দাগ তুলতে সাহায্য করে। তবে যেকোনো ক্লিনিং পণ্য ব্যবহারের আগে লেবেল ভালো করে পড়ে নেওয়া উচিত।

এসব উপায়ে রক্তের দাগ উঠানো গেলেও রক্তের দাগ তুলতে ব্যর্থ হওয়ার একটি সাধারণ কারণ হলো দাগ পুরোপুরি পরিষ্কার হওয়ার আগেই কাপড় রোদে শুকানো। দাগ তোলার আগেই যদি কাপড় রোদে দেওয়া হয়, তাহলে দাগ স্থায়ী হয়ে যেতে পারে। তাই যতক্ষণ না দাগ উঠে যাচ্ছে, ততক্ষণ কাপড় ছায়ায় শুকানোই বুদ্ধিমানের কাজ।

যারা সাদা পোশাকে কোরবানির মাঠে যেতে চান, তারা ঈদের পোশাকের ওপর একটি হালকা ওভারকোট বা অ্যাপ্রন পরে নিতে পারেন। এতে পোশাক রক্তের দাগ থেকে রক্ষা পায়।

সাজেদুর আবেদীন শান্ত/এএমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।