আসবাব ও যন্ত্রপাতির যত্নে ব্যবহার করুন নারিকেল তেল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৩ জুন ২০২৫

নারিকেল তেলের কথা শুনলে প্রথমেই চুলের কথা মনে পড়ে। চুলের যত্নে নারিকেল তেলের ব্যবহার অনস্বীকার্য, রূপচর্চায়ও নারিকেল তেলের রয়েছে অভূতপূর্ব ভূমিকা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে বাসাবাড়ির কাজে নারিকেল তেল কতো জায়গায় ব্যবহার করা হয়? ঘরে থাকা নারিকেল তেল দিয়ে আপনি চাইলেই বাসার অনেক কাজ করতে পারবেন। তাহলে চলুন জেনে নিন বাসাবাড়ির কোন কোন কাজে নারিকেল তেল ব্যবহার করতে পারেন আপনিও—

১. কাঠের আসবাবপত্রের যত্নে

অনেকে কাঠের ফার্নিচারটি চকচকে ও পরিচ্ছন্ন রাখতে চান, কিন্তু রাসায়নিকযুক্ত পলিশ ব্যবহার করতে চান না। তারা চাইলেই নারিকেল তেল দিয়ে প্রাকৃতিক কাঠের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন, যা ধুলাবালি থেকে দূরে রাখে এবং প্রশান্তিদায়ক ঘ্রাণ ছড়ায়। নারিকেল তেল ও লেবুর রস মিশিয়ে কাঠের জন্য একটি চমৎকার প্রাকৃতিক পলিশ তৈরি করা যায়। নারিকেল তেল মেঝের দাগও তুলতে পারে।

বিজ্ঞাপন

২. পানির দাগ তুলতে সাহায্য করে

হার্ড-ওয়াটার দাগ যা জানালায় কাচে পড়তে পড়তে একসময় তীব্র দাগপড়ে যায় । যেই দাগ তোলা প্রায় অসম্ভব । কিন্তু আপনি চাইলেই নারিকেল তেল দিয়ে তার সমাধানও করতে পারেন। এর জন্য আপনাকে নারিকেল তেল ও লেবুর রস মিশিয়ে একটি তোয়ালে দিয়ে ঘষুন। এরপর আরেকটি পরিষ্কার তোয়ালে দিয়ে ভালোভাবে ঘষে তুলুন। এবার সাদা ভিনেগার ও পানি সমান পরিমাণে মিশিয়ে তোয়ালে ভিজিয়ে দাগ মুক্ত করে তুলুন।

আসবাব ও যন্ত্রপাতির যত্নে ব্যবহার করুন নারিকেল তেল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩. মরিচা ও স্ক্রুয়ের শব্দ দূর করতে সাহায্য করে

দরজার স্ক্রুয়ের কর্কশ শব্দ কার ভালো লাগে? নারিকেল তেল দুর্দান্ত একটি প্রাকৃতিক লুব্রিকেন্ট, যা এই শব্দ দূর করতে ও মরিচা পরিষ্কার করতে সাহায্য করে। এরজন্য স্ক্রুর ওপর একটু নারিকেল তেল ঘষলেই হবে। এটি আটকে যাওয়া জিপারও খুলে দেয়।

৪. যন্ত্রপাতি সচল রাখতে

আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি যেন ভালোভাবে চলে, তার জন্য সামান্য নারিকেল তেল ব্যবহার করুন। নারিকেল তেল লনমোয়ারের মতো যন্ত্রের মোটর সচল রাখতে সাহায্য করে। এটি গ্রিজ স্প্রের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া স্টেইনলেস স্টিল ও ব্রোঞ্জের যন্ত্রপাতি পরিষ্কার করতেও এটি কার্যকর। তবে পুরো যন্ত্রে লাগানোর আগে একটি ছোট অংশে পরীক্ষা করে নিন।

আসবাব ও যন্ত্রপাতির যত্নে ব্যবহার করুন নারিকেল তেল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৫. আঠালো লেবেল তুলতে সাহায্য করে

অনেক সময় দেখা যায় প্লাস্টিক পণ্যে থাকা স্টিকার কিংবা জুতার নিচে লেগে থাকা চুইংগাম উঠানো সম্ভব হয়ে ওঠে না। এসব সমস্যা সমাধানে নারিকেল তেল কার্যকরী ভূমিকা পালন করে। এরজন্য আঠালো অংশে নারিকেল তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ঘষে তুলে ফেলুন। খুব বেশি আঠালো লেবেলের জন্য বেকিং সোডা ও নারিকেল তেলের দিয়ে তৈরি পেস্ট ব্যবহার করুন।

৬. দেয়াল থেকে দাগ তুলতে সাহায্য করে

শিশুরা প্রায়ই দেয়ালে আঁকিবুকি করে। নারিকেল তেল সেই দাগ তুলতে ম্যাজিক ইরেজারের মতো কাজ করে। এরজন্য তুলায় নারিকেল তেল নিয়ে দাগে ঘষুন, তারপর মুছে ফেলুন।

আসবাব ও যন্ত্রপাতির যত্নে ব্যবহার করুন নারিকেল তেল

বিজ্ঞাপন

৭. চামড়ার জিনিস পরিষ্কার ও মসৃণ করতে সাহায্য করে

জ্যাকেট বা বুট ইত্যাদি চামড়ার জিনিস আরও কোমল ও ফাটল রোধে নারিকেল তেল অসাধারণ। এরজন্য প্রথমে একটি হালকা ভেজা কাপড় দিয়ে লেদার তৈরি জিনিসপত্র মুছে নিন। তারপর নারিকেল তেল ও লেবুর রস মিশিয়ে শুকনো কাপড়ে ডুবিয়ে হালকাভাবে ঘষুন। অতিরিক্ত তেল মুছে ফেলে ভালভাবে পালিশ করে নিন।

৮. রান্নাঘরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে

‘নারিকেল তেলে থাকা লরিক অ্যাসিডে প্রাকৃতিক জীবাণুনাশক গুণ রয়েছে। এজন্য এটি প্রাকৃতিকভাবে শাওয়ার ও রান্নাঘরের ময়লা পরিষ্কার করতে উপযুক্ত। এরজন্য নারিকেল তেল ও বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে ময়লা জায়গায় লাগান, ১০ মিনিট অপেক্ষা করুন, তারপর ঘষে পরিষ্কার করুন ।

তথ্যসূত্র: রিয়েলটর ডট কম

বিজ্ঞাপন

সানজানা/এএমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।