মাস শেষে হাতে টাকা রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫
মাস শেষে টাকা হাতে রাখতে চাইলে সহজ কিছু অভ্যাস গড়ে তুলতে হবে/এআই

মাসের শুরুতে বেতন পাওয়ার পর অনেকে টাকা সব খরচ করে ফেলেন। তাই মাস শেষে একদমই হাতে টাকা থাকে না। জমানো তো দূরের কথা, খরচের টাকাতেই টান পড়ে যায়। ফলে মাস শেষে আর্থিক সংকটে পড়তে হয়। এটি প্রায় সবারই পরিচিত সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই এ সমস্যার সমাধান করা সম্ভব।

মাস শেষে হাতে টাকা রাখতে চাইলে মেনে চলুন এই কৌশলগুলো-

১. মাসের শুরুতে বাজেট তৈরি করা
মাসের শুরুতেই বাজেট তৈরি করে নিন। বাসাভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ সেই অনুযায়ী খরচ করুন। মাসের শুরুতে আয় থেকে কিছু অংশ জমিয়ে রাখুন। সেই টাকা বাজেটের বাইরে প্রয়োজন না হলে খরচ করবেন না।

২.প্রতিদিনের হিসাব রাখা
প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব রাখুন। খাতা বা ফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, খুঁজে বের করতে সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সচেতন হয়ে যাবেন।

৩.কেনাকাটায় সচেতন হওয়া
অনেকেই আছেন মাসের শুরুতেই উল্টাপাল্টা খরচ করেন। এটা না করে মাসের শুরুতে প্রয়োজনীয় তালিকা করে একসঙ্গে কিনুন, এতে মাসের অতিরিক্ত খরচ এড়ানো যায়। পাইকারি দামে বা ডিসকাউন্ট অফারে প্রয়োজনীয় জিনিস কিনলে খরচ কম হবে।

মাস শেষে হাতে টাকা রাখবেন যেভাবে

৪.সাপ্তাহিক খরচ কমানো
সপ্তাহে অন্তত একটি দিন খরচবিহীন চালার চেষ্টা করুন। এছাড়া সাপ্তাহিক বাজার খরচ একটি তালিকার মাঝে সীমাবদ্ধ করে ফেলুন। মাছ মাংস রান্না না করে সপ্তাহে দুদিন মাছ, দুদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম ও আরেকদিন অন্য কিছুর ব্যবস্থা করুন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকবে।

৫.বাহিরে খাওয়া কমিয়ে ফেলা
বর্তমানে বাইরে খেতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। মাসে একদিন রেস্তোরাঁয় খাবার খাওয়া যেতেই পারে। তবে সেটা প্রতিদিন না। রেস্তোরাঁয় অতিরিক্ত খাওয়া কমিয়ে এনে বাড়িতে তৈরি করে নিতে করতে পারেন। এতে টাকাও সাশ্রয় হবে, স্বাস্থ্যও ভালো থাকবে।

আরও পড়ুন
পেট্রোল পাম্পের আশপাশে যেসব বিষয়ে সাবধান থাকবেন
স্কুবা ডাইভিং করার আগে যা খেয়াল রাখবেন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মিডিয়াম, মানি মেন্টরস

এসএকেওয়াই/কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।