শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইন্টার’২৫, তিন দিনের রঙিন আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৯ নভেম্বর ২০২৫
আর্কা ফ্যাশন উইক উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আসাদ সাত্তার

রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইকের চতুর্থ আসর। আয়োজন শুরু হবে ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। এই ফ্যাশন উইন্টার’২৫র লক্ষ্য হলো বাংলাদেশের ফ্যাশন চর্চাকে আরও সম্প্রসারিত করা এবং দেশীয় সৃজনশীল প্রতিভাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।

আজ (২৯ নভেম্বর) রাজধানীতে আর্কা ফ্যাশন উইন্টার’২৫ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষে আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার জানান, ফ্যাশনের শক্তি, সৃজনশীলতা ও তরুণ সংস্কৃতির মেলবন্ধনে প্রতিবছর বিশেষ মাত্রা যোগ করে এই উইক। ‘লাভ কেন্দ্রিক নয়’ এই প্ল্যাটফর্মের লক্ষ্য-বাংলাদেশকে শুধু পোশাক নয়, বরং ফ্যাশন রপ্তানিকারক হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরা।
তিনি আরও জানান, দেশের তরুণ ফ্যাশন ডিজাইনাররা অসাধারণ কাজ করছে, কিন্তু সেগুলো সঠিকভাবে প্রদর্শনের সুযোগ কম। আর্কা ফ্যাশন উইক তাদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা নিজেদের সৃজনশীল কাজ সবার সামনে তুলে ধরতে পারছে।

শীতকালীন এই আয়োজনে থাকবে রানওয়ে শো, মাস্টারক্লাস এবং শীর্ষ ডিজাইনার ও উদীয়মান ব্র্যান্ডের কালেকশন। দর্শকরা এর মাধ্যমে জানতে পারবেন কারুশিল্পের গল্প, ফ্যাশনের অগ্রগতি এবং নতুন প্রজন্মের সৃজনশীল দৃষ্টিভঙ্গি। পুরো আয়োজন উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানিকে, যেখানে লাইভ কারুশিল্প ও বিশেষ জামদানি কালেকশনের মাধ্যমে ইতিহাস এবং শিল্পের ছোঁয়া পাওয়া যাবে।

আয়োজকদের আশা, দর্শনার্থীরা এই বিষয়গুলো মাথায় রেখে পোশাক বেছে নেবেন। তিন দিনের এই ফ্যাশন উইক প্রতিদিন ভিন্ন থিমে সাজানো হয়েছে-প্রথম দিন থাকবে মর্ডান (আধুনিকতা), দ্বিতীয় দিন হেরিটেজ (ঐতিহ্য), তৃতীয় দিন সাস্টেইনেবলিটি থিমে। এই থিমগুলো কেবল আয়োজনের বৈচিত্র্যই তুলে ধরবে না বরং দেশের ঐতিহ্য, অভিনবত্ব এবং পরিবেশের প্রতি ভালোবাসারও প্রকাশ ঘটাবে।

আরও পড়ুন:
আত্মবিশ্বাস যখন ফ্যাশন হয়ে ওঠে
পর্দার বাইরেও আলো ছড়ান এই স্টাইল কুইন

এসএকেওয়াই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।