টেলর সুইফটের বাগদানের আংটির দাম শুনলে চমকে যাবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২৫
টেইলর সুইফটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মার্কিন পপ সংগীতের সুপারস্টার টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির প্রেম কাহিনি নতুন মোড় নিয়েছে। প্রেমিক ট্রাভিস কেলসি হাঁটু গেড়ে বসে টেইলর সুইফটকে প্রোপোজ করেছেন।

ইনস্টাগ্রামে বাগদানের একাধিক ছবি পোস্ট করে টেইলর ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।’ সেই ছবি প্রকাশ পাওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

টেলর সুইফটের বাগদানের আংটির দাম শুনলে চমকে যাবেন

বাগদানের সময়ে দুজনের লুকও সবার নজর কেড়েছে। ফুলে ঘেরা বাগানে ফুলের সমারোহে তাদের সুন্দর মুহূর্তটি যেন রূপকথাকেও হার বানিয়েছে। জীবনের বিশেষ মুহূর্তে টেইলর র‍াল্ফ লরেন ব্র্যান্ডের সাদাকালো স্ট্রাইপড পোশাকে সজ্জিত ছিলেন। গাউনের দাম ছিল ৪৯০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬০ হাজার টাকা মতো। আর হাতে পরেছিলেন কার্টিয়ার ব্র্যান্ডের ১৮ হাজার ডলার দামের ঘড়ি। বাংলাদেশি মুদ্রায় এই ঘড়ির মূল্য প্রায় ২১ লাখ ৯৫ হাজার টাকা।

আরও পড়ুন

মজার বিষয়ে হচ্ছে, টেইলর পোস্ট করার পর গাউনটি সব বিক্রি হয়ে যায়। অন্যদিকে ট্রাভিস ছিলেন গাঢ় কালো টি-শার্ট ও শর্টসে দারুণ স্টাইলিশ। তবে সবকিছু ছাড়িয়ে বাগদানের বিশাল সাইজের হীরার আংটিটিই আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে।

টেলর সুইফটের বাগদানের আংটির দাম শুনলে চমকে যাবেন

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, সুইফটের বাগদানের আংটি রাজকীয়। পুরোনো ধাঁচের ওল্ড মিনি ব্রিলিয়ান্ট কাট ডায়মন্ড বসানো এই আংটিতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আংটিটি নকশা করেছেন নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড ‘আর্টিফেক্স ফাইন জুয়েলারি’র নকশাকার কিন্ড্রেড লুবেক। ১৮ ক্যারেট হলুদ সোনায় তৈরি আংটিটিতে বসানো হীরাটির ওজন ৮ ক্যারেট।

রীতিমতো চোখ ধাঁধানো আংটিটির দাম শুনলে চমকে যাবেন। আংটির মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ কোটি টাকারও বেশি। এটি শুধু দামের দিক থেকে মূল্যবান নয়, রূপ-শৈলীর দিক থেকেও নজরকাড়া। অনেকের ধারণা লম্বা কুশন স্টাইলের অ্যান্টিক আংটিটি এবার ট্রেন্ড হয়ে উঠবে।

সূত্র: পিপল ম্যাগাজিন, ফোর্বস, দ্য হলিউড রিপোর্টার

কেএসকেওয়াই/কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।