শীতে উলের পোশাক ভালো রাখবেন যেভাবে
শীত শুরু হলেই আলমারি থেকে বের হচ্ছে সোয়েটার, মাফলার এবং অন্যান্য উলের পোশাক। দিনের বেলা হালকা সোয়েটার যথেষ্ট হলেও আসল শীতের জন্য উলের সোয়েটার, কার্ডিগান বা জ্যাকেট এখনই পরার সময়। তবে শুধু বের করে পরলেই হবে না; এগুলো ঠিকভাবে যত্ন না নিলে উলের পোশাকের নরমতা ও উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে।
তাই উলের পোশাক ব্যবহার করুন, সঙ্গে তার যত্নও নিন। ধোয়া, শুকানো এবং সংরক্ষণের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করলে আপনার প্রিয় সোয়েটার বছরের পর বছর সুন্দর থাকবে।
১. নিয়মিত ধোয়া প্রয়োজন নেই
উলের পোশাক ঘন ঘন ধোয়া ঠিক নয়, কারণ এতে উলের আঁশ নষ্ট হয়ে যেতে পারে। তবে টানা ৫-৬ দিন পরে বোঁটকা গন্ধ ধীরে ধীরে বের হওয়া শুরু করে। তাই এড়ানো যায় না। সোয়েটার বা শাল ধোয়ার আগে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর মাইল্ড ডিটারজেন্ট বা হ্যান্ডসোপ মিশিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এতে পোশাকের নরম ভাব কমে যাবে না এবং অনেকদিন নতুনের মতো থাকবে। ইচ্ছে করলে বেবি শ্যাম্পুও ব্যবহার করা যায়।
সবচেয়ে ভালো হয় যদি ধোয়ার পর একটি বালতি পানিতে সামান্য গ্লিসারিন বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে তাতে পোশাক ডুবিয়ে রাখেন। এতে উলের নরম ভাব বজায় থাকে। ৭-১০ দিন পর এভাবে উলের পোশাক ধুয়ে নেওয়া যেতে পারে।

২. স্পট ক্লিনিং করুন
পাতলা সোয়েটার সপ্তাহে একদিন ধুয়ে রাখা যায়। তবে মোটা উলের সোয়েটার, জ্যাকেট ঘরে ধোয়া সবসময় সম্ভব নয়। তাই সোয়েটার, জ্যাকেট বা কোট মাসে একবার ড্রাই ক্লিনিং করানো ভালো।
এছাড়া পরতে গিয়ে যদি কোনো দাগ লেগে যায়, তখন স্পট ক্লিনিং করতে পারেন। যেখানে দাগ লেগেছে, সেই অংশে মাইল্ড লিকুইড ডিটারজেন্ট লাগিয়ে হালকা করে ঘষুন এবং ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এতে দাগ চলে যাবে, পুরো পোশাক ধোয়ার প্রয়োজন হবে না।

৩. হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন
উলের পোশাক কখনোই দীর্ঘ সময় ঝুলিয়ে রাখবেন না, কারণ এতে ফ্যাব্রিকের আকার নষ্ট হতে পারে।ধোয়ার পর, পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে ছায়ায় শুকাতে দিন। এতে রঙের উজ্জ্বলতা দীর্ঘ সময় ধরে বজায় থাকে। জ্যাকেট বা কোট পরার পর হ্যাঙ্গারে ঝুলিয়ে নরম ব্রাশ দিয়ে ধুলা ঝেড়ে নিন। ওয়ারড্রোবে রাখার সময়ও ভাঁজ না করে কাঠের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন, যাতে পোশাকের আকার এবং গুণগত মান দীর্ঘদিন ধরে ঠিক থাকে।
৪. রোদে না দেওয়া
সোয়েটার ৩-৪ দিন পরপর রোদে দেওয়া যেতে পারে, যাতে বোঁটকা গন্ধ কমে এবং হালকা স্যানিটাইজিং হয়। তবে সরাসরি তীব্র রোদে দেবেন না, কারণ এতে উলের রং ফিকে হয়ে যেতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন:
শীতে পায়ের দুর্গন্ধ কমানোর সহজ উপায়
ফেলে দেওয়া ডিমের খোসায় ঘরের সমস্যার সহজ সমাধান
এসএকেওয়াই/