আইভরি শাড়িতে নজর কাড়লেন আলিয়া ভাট

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

বলিউডের সবচেয়ে ফ্যাশন আইকনদের তালিকায় আলিয়া ভাটের নাম আলাদা করে বলতেই হয়। বিমানবন্দরের ক্যাজুয়াল লুক হোক কিংবা লাল গালিচার গ্ল্যামার-সব ক্ষেত্রেই তার স্টাইলের মূল চাবিকাঠি হলো নিখুঁত ডিটেইলিং। খুব বেশি চোখ ধাঁধানো না হয়েও কীভাবে স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে হয়, তা আলিয়া বারবার প্রমাণ করে চলেছেন।

মুম্বাইয়ে এক বন্ধুর বিয়ের রিসেপশনে হাজির হয়ে ফের সেই স্টাইল সেন্সেরই ঝলক দেখালেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গে একসঙ্গে উপস্থিত হন এই তারকা দম্পতি। কালো রঙের কুর্তায় রণবীর কাপুর ছিলেন স্মার্ট ও মার্জিত, তবে সব নজর গিয়ে আটকে যায় আলিয়া ভাটের দিকেই।

drt

এই বিশেষ অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন ডিজাইনার অর্পিতা মেহতার তৈরি একটি আইভরি শাড়ি। ছয় গজের এই শাড়িতে ছিল নরম আইভরি বেস, যার ওপর নীল ও রূপালি রঙে সূক্ষ্ম সূচিকর্ম করা। শাড়ির সীমানায় আয়নার কাজ পুরো লুকটিকে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলেছে।

শাড়ির সঙ্গে আলিয়া পরেছিলেন একটি স্লিভলেস ব্লাউজ, যার গভীর ভি-নেকলাইন লুকটিতে যোগ করেছে আধুনিক ছোঁয়া, তবে ঐতিহ্যবাহী আবহ একেবারেই হারায়নি।

অ্যাক্সেসরিজের ক্ষেত্রেও ছিলেন সংযত। মীরা মহাদেবিয়ার ডিজাইন করা একটি এলিগ্যান্ট ক্লাচ হাতে নিয়েছিলেন তিনি। পায়ে ছিল ফিজি গবলেটের পেটালস ও প্রসেকো হিল। গয়নায় ভরসা রেখেছেন আম্রপালির ওপর-গলায় একটি স্টেটমেন্ট চোকার, সঙ্গে হালকা কানের দুল ও আংটি।

frt

বিউটি লুকেও আলিয়া ছিলেন নিজের স্বাভাবিক স্টাইলেই। নরম পার্টিশন করা চুল একটি পরিপাটি খোঁপায় বাঁধা, মেকআপ ছিল ডিউই বেস, হালকা হাইলাইটার আর ন্যুড লিপ শেড। চোখে একটি পরিষ্কার উইংড আইলাইনার পুরো লুকটিকে দিয়েছে নিখুঁত ফিনিশ।

সব মিলিয়ে, এই আইভরি শাড়ির লুক আবারও প্রমাণ করল-সাধারণ লুকেই আলিয়ার ভাটের সবচেয়ে বড় শক্তি। কমে বেশি বলার এই স্টাইলই তাকে ফ্যাশনপ্রেমীদের কাছে বারবার অনুপ্রেরণা করে তোলে।

সূত্র:হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন:
আত্মবিশ্বাস যখন ফ্যাশন হয়ে ওঠে 
পর্দার বাইরেও আলো ছড়ান এই স্টাইল কুইন 

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।