দাঁতের যে সমস্যা হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

বিশ্বে করোনারি আর্টারির কারণে প্রতিবছর প্রায় ৯ মিলিয়ন মানুষের মৃত্যু হয়। কমবয়সীদের মধ্যেও এখন বাড়ছে হার্টের সমস্যা। হার্ট অ্যাটাকের বিভিন্ন লক্ষণের মধ্যে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অন্যতম।

তবে এর সঙ্গে গ্যাস্ট্রিক এমনকি দাঁতের ব্যথার মতো সাধারণ লক্ষণও হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে। যা বেশিরভাগ মানুষই অবহেলা করেন।

এ বিষয়ে মেথোডিস্ট রিচার্ডসন মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এমডি এনহান নুগুয়েন বলেছেন, হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ যেমন- বুকে প্রচণ্ড ব্যথা, শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি সম্পর্কে কমবেশি সবার ধারণা আছে।

তবে এর কিছু কম পরিচিত লক্ষণও আছে, যা হার্ট অ্যাটাক কিংবা হৃদরোগের ইঙ্গিত দেয়। তেমনই একটি কম পরিচিত হার্ট অ্যাটাকের লক্ষণ হলো দাঁত বা চোয়ালে ব্যথা।

ডা. নগুয়েনের মতে, ‘কিছু মানুষ হার্ট অ্যাটাকের আগে দাঁতে ব্যথা বা চোয়ালে ব্যথা অনুভব করেন। আসলে হার্টের সমস্যার কারণে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর কারণেই ঘটে।’

এজন্য মুখের স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। নোংরা দাঁত বা মাড়ির ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটানোর মাধ্যমে রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে হার্টের ভালভেরও ক্ষতি হতে পারে। তাই দাঁতের সমস্যাকে কখনো অবহেলা করা উচিত নয়।

এ বিষয়ে ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. ভারলক্ষ্মী জানান, অনেক গবেষণায় ওরাল হেলথ ও হৃদরোগের মধ্যে গভীর সম্পর্ক দেখা গেছে। নোংরা দাঁত ও মাড়ি ফুলে গেলে হার্টের শিরা বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে।

হার্ট অ্যাটাকের মতো হৃদরোগেরও অন্যতম এক লক্ষণ হতে পারে এটি। যা অনেক মাস আগে দেখা দেয়। তাই নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে ও কুসুম গরম পানি দিয়ে গার্গল করলে মুখের স্বাস্থ্য ঠিক রাখা যায়।

সূত্র: শাইনঅনলাইন হেলথ/ডা. ভারলক্ষ্মী ইনস্ট্রাগ্রাম

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।