রূপচর্চায় গোলাপ জলের সঙ্গে যে উপাদান মেশাবেন না

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৩ জুলাই ২০২৩

ত্বকের স্বাস্থ্য ফেরাতে অনেকেই নিয়মিত ব্যবহার করেন গোলাপ জল। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে ভাল উপায় এটি। গোলাপ জল ত্বকের নানা সমস্যা দূর করে ত্বককে কোমল ও মসৃণ রাখে।

তবে গোলাপ জলের সঙ্গে বেশ কিছু উপাদান ভুলেও মেশানো চলবে না। তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। জেনে নিন, কোন কোন উপাদান গোলাপ জলে মিশিয়ে ত্বকে লাগানো উচিত নয়-

আরও পড়ুন: গোসলের পরপরই যে ৪ কাজ করা হতে পারে বিপজ্জনক

এসেনশিয়াল অয়েল

ত্বকের যত্নে অনেকেই গোলাপ জলের সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করেন। এই পদ্ধতি কারও কারও জন্য উপকারী হতে পারে।

তবে যাদের অ্যালার্জি, হাঁপানি, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাদের ত্বকে কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই গোলাপ জলের সঙ্গে এসেনশিয়াল অয়েল না মেশানোই ভাল।

বেকিং সোডা

বেকিং সোডা অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ। ব্রণের সমস্যায় খুবই কার্যকরী এটি। তবে বেকিং সোডার সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করবেন না। কারণ এই মিশ্রণ ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্য নষ্ট করে ও ত্বকের শুষ্কভাব বাড়িয়ে তোলে।

আরও পড়ুন: বর্ষায় হতে পারে যে ৫ ধরনের অ্যালার্জি

ভিনেগার

দাগছোপ ও ব্রণ কমাতে ভিনেগার খুবই উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে ভিনেগার। তবে গোলাপ জলের সঙ্গে ভিনেগার মিশিয়ে ব্যবহার করলে ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে। এমনকি ব্রণ আর ফুসকুড়ির সমস্যাও দেখা দিতে পারে।

লেবুর রস

ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে পাতিলেবুর রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার না করাই ভালো। এই সংমিশ্রণ ত্বকের পিএইচ মাত্রাকে নষ্ট করতে পারে। ত্বক রুক্ষ হয়ে যায়।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।