নেলপালিশের টুকিটাকি


প্রকাশিত: ১১:১৯ এএম, ২৬ মে ২০১৬

নখের সৌন্দর্যের ওপরে অনেকাঅংশে নির্ভর করে নারীদের ফ্যাশন সচেতনতা। আজকালকার তরুণীরা নখের উপরে চালায় নানান ধরনের এক্সপেরিমেন্ট। বাহারি নকশা তৈরি করে নখের উপরে। তার পরেও দেখা যায় নেলপালিশ দেওয়ার পর উঠে যায়, ছড়িয়ে পড়ে। নেলপালিশ পরার ক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম কানুন, যা মেনে চললে সুন্দর ও দীর্ঘস্থায়ি হবে নখের নেলপালিশ।

নখ ভালোভাবে পরিষ্কার করে নিন। যদি নেলপলিশ নখে থাকে তাহলে তা তুলতে হবে। কারণ নেলপালিশ থাকা অবস্থায় আবার নেলপালিশ পরলে তা স্থায়ী হয় না।

ভালোভাবে নেলপালিশের শিশি ঝাঁকিয়ে নিন। তাতে নেলপালিশ ভালোভাবে মিশে যাবে। নখে রং হবে সুন্দর।

যত্ন সহকারে নেলপালিশ পরতে হবে। কারণ অনেক সময় নখের চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে ছড়িয়ে পড়লে নেল রিমুভার দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

নখে যদি রঙ্গিন নেলপালিশ পরতে চান তাহলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে ট্রান্সপারেন্ট নেলপালিশ পরতে হবে। শুকিয়ে গেলে রঙ্গিনটা পরতে হবে। তাহলে নেলপলিশ বেশিদিন স্থায়ী হবে।

নেলপলিশের রং গাড় করতে চাইলে এক কোট নেলপলিশের উপর আরেক কোট নেলপালিশ পরতে পারেন। তবে মনে রাখতে হবে এক কোট নেলপালিশ শুকিয়ে গেলে তারপর পরতে হবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।