যানবাহন নাকি পথচারী, জেব্রা ক্রসিংয়ে অগ্রাধিকার কার

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২২ অক্টোবর ২০২৫

প্রতিদিনই গণমাধ্যমে অসংখ্য সড়ক দুর্ঘটনার খবর উঠে আসে, যার বেশিরভাগ ঘটে অসচেতনতা ও ট্রাফিক নিয়ম না মানার কারণে। তবে শুধু যানবাহন নয়, অনেক সময় পথচারীরাও যত্রতত্র রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। অথচ একটু সতর্ক থাকলেই এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।

রাস্তায় হাটার সময়, বিশেষ করে পার হওয়ার সময় যে জিনিসগুলো খেয়াল করা উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে জেব্রা ক্রসিং। এটি শুধু পথচারীর নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং সড়কে সুশৃঙ্খল চলাচল বজায় রাখতেও ভূমিকা রাখে। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে জেব্রা ক্রসিং ব্যবহার সম্পর্কে জানতে হবে।

আজ (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে জেনে নিন রাস্তায় জেব্রা ক্রসিং এর গুরুত্ব।

জেব্রা ক্রসিং কী?

জেব্রা ক্রসিং হলো সড়কে আঁকা সাদা- কালো ডোরা দাগবিশিষ্ট একটি প্রতীক, যা মূলত পথচারীদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নির্ধারিত। এটি দেখতে অনেকটা জেব্রার গায়ের ডোরা দাগের মতো, তাই একে জেব্রা ক্রসিং বলা হয়। এই চিহ্নটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এর সামনে গাড়িচালকদের থেমে পথচারীদের পার হতে দেওয়া বাধ্যতামূলক। কারণ ট্রাফিক আইন অনুযায়ী সড়কের ওপর এই স্থানে পথচারীর অগ্রাধিকার যান চালকের আগে।

যানবাহন নাকি পথচারী, জেব্রা ক্রসিংয়ে অগ্রাধিকার কার

কেন জেব্রা ক্রসিং গুরুত্বপূর্ণ?

রাস্তার মাঝামাঝি কোনো জায়গা থেকে দৌড়ে বা হঠাৎ করে রাস্তা পার হওয়া ঝুঁকিপূর্ণ। জেব্রা ক্রসিং পথচারীদের নির্দিষ্ট ও নিরাপদ একটি জায়গা করে দেয়, যেখানে গাড়িচালকদের সতর্ক থাকার কথা।

জেব্রা ক্রসিং সঠিকভাবে ব্যবহৃত হলে রাস্তা পারাপারে দুর্ঘটনা অনেকটাই কমে যেতে পারে। কারণ রাস্তায় যানবাহনের চালক ও পথচারী - উভয়ই সেখানে নিজেদের দায়িত্ব ও সাবধানতা সম্পর্কে জানেন।

আমাদের দেশের পরিস্থিতি

বাংলাদেশের অনেক শহরে জেব্রা ক্রসিংয়ের অস্তিত্ব থাকলেও এর যথাযথ ব্যবহার খুবই সীমিত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়— পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার না করে যেকোনো জায়গা দিয়ে রাস্তা পার হন। গাড়িচালকেরা জেব্রা ক্রসিংয়ের সামনে থামেন না। অনেক স্থানে জেব্রা ক্রসিংয়ের চিহ্ন একদম দেখাই যায় না। রঙ নষ্ট হয়ে গেলে পরবর্তী সময়ে নতুন করে রঙ করতেও দীর্ঘ সময় লাগে। এ ছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা নেই।

জেব্রা ক্রসিং ব্যবহারের মাধ্যমেই অনেকাংশে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব— এমনটাই মনে করেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।

তিনি বলেন, জেব্রা ক্রসিং কেবল পথচারীদের নিরাপদে রাস্তা পার হওয়ার একটি উপায় নয়; এটি একটি শৃঙ্খলিত, সচেতন ও মানবিক সড়ক ব্যবস্থার প্রতীক। অথচ দুঃখজনকভাবে, আমাদের দেশে এখনো এর যথাযথ ব্যবহার নিশ্চিত হয়নি।

তার মতে, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, রাজধানী ঢাকার বহু জায়গায় এখনো জেব্রা ক্রসিংয়ের চিহ্নই নেই। কোথাও থাকলেও তা এতটাই অস্পষ্ট যে, পথচারীরা তা বুঝতেই পারেন না। ফলে সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে সচেতন নয়।

সাইদুর রহমান আরও বলেন, জেব্রা ক্রসিংয়ের গুরুত্ব তুলে ধরতে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও কনটেন্টের মাধ্যমে প্রচার চালানো জরুরি। এতে মানুষ বিষয়টি সম্পর্কে জানবে এবং ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হবে।

‘সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে প্রচারাভিযান চালাতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সমাজের প্রতিটি স্তরে এই বার্তাটি পৌঁছে দিতে হবে— জেব্রা ক্রসিং ব্যবহারে নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে শিশুদের পরিবার থেকেই জেব্রা ক্রসিংসহ অন্যান্য সড়ক চিহ্ন সম্পর্কে শেখাতে হবে, এতে ভবিষ্যতে তারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

ট্রাফিক পুলিশের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সড়কে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ট্রাফিক পুলিশকে আরও কঠোর হতে হবে— যেন কেউ জেব্রা ক্রসিং উপেক্ষা করে রাস্তা পার না হয় বা গাড়ি চালাতে না পারে।

যানবাহন নাকি পথচারী, জেব্রা ক্রসিংয়ে অগ্রাধিকার কার

একই সঙ্গে সরকারকেও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও কঠোর আইন প্রয়োগ করতে হবে বলে মত দেন তিনি। পুরনো বা অস্পষ্ট চিহ্নগুলো স্পষ্ট করে নতুনভাবে আঁকার ব্যবস্থা নিতে হবে।

চালকদের প্রশিক্ষণের সময় জেব্রা ক্রসিং সম্পর্কিত সচেতনতা তৈরির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান সাইদুর রহমান।

তার ভাষায়, ‘চালকদের শেখাতে হবে— জেব্রা ক্রসিং কীভাবে ব্যবহার করতে হয়। চালকদের উচিত জেব্রা ক্রসিংয়ের সামনে সতর্ক হওয়া এবং পথচারী দেখলে গাড়ি থামিয়ে দেওয়া। এটা শুধু আইন নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নৈতিক কর্তব্যও।’

নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই সময় জেব্রা ক্রসিং ব্যবহারের অভ্যাস গড়ে তোলার এবং সড়ক নিরাপত্তায় সচেতন হওয়ার।

মোহাম্মদ সোহেল রানা/এএমপি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।