১০ মিনিটেই মেকআপ!


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৪ মার্চ ২০১৫

কোথাও যাওয়ার সময় মেয়েদের তৈরি হতে কতটা সময় লাগবে, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেন না! এক্ষেত্রে দেরি করার যথেষ্ট সুনামও আছে মেয়েদের! সাজ, পোশাক, মেকআপ- সময় তো একটু লাগবেই। সবচেয়ে বেশি সময় লাগে এই মেকআপ করতেই। আচ্ছা, যদি এমন হয়, দশ মিনিটেই সমাপ্ত হয়ে গেল আপনার মেকআপ! অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। তবে এটা সত্যি যে একটু সচেতনভাবে সাজলেই দশ মিনিটে শেষ করা সম্ভব আপনার মেকআপ। বিশ্বাস হচ্ছে না? একটু পড়েই দেখুন না-

১. মুখ পরিষ্কার করে তাতে সানস্ক্রিন লাগিয়ে নিন। গরম-শীত যেকোনো ঋতুতেই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। যাদের ত্বক শুষ্ক তারা সানস্ক্রিন লাগানোর আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তৈলাক্ত ত্বক প্রথমেই ধুয়ে শুকনো করে নেবেন।

২. প্রথমে কনসিলার অল্প অল্প করে সারা মুখে লাগিয়ে নিন। চোখের নিচে, নাক ও গালে একটু বেশি লাগাবেন। এবার কনসিলার সারা মুখে ব্লেন্ড করুন সমানভাবে।

৩. ৫ মিনিট অপেক্ষা করে ফাউন্ডেশন একইভাবে ফোঁটায় ফোঁটায় নিয়ে সারা মুখে আঙুল দিয়ে লাগান। গলা ও কান যেন বাদ না যায় সে দিকে লক্ষ রাখুন। এবার এক টুকরা ভেজা স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশন মুখে সমানভাবে ব্লেন্ড করে নিন। লক্ষ রাখুন, যেন আপনার পুরো ওপেন এরিয়া কভার করে।

৪. আপনার মুখ যদি ভরাট বা গোল হয় তাহলে চিকবোনের ওপর লম্বা অ্যাঙ্গেলে ব্লাশন লাগান। মুখের আকৃতি লম্বাটে হলে শুধু গালের ওপরই লাগান, মুখ গোল দেখাবে। ব্লাশন লাগানো হয়ে গেলে ব্রাশে কিছুটা হাইলাইটার নিয়ে ব্লাশনের ওপর ছড়িয়ে দিন। হয়ে গেল মুখের মেকআপ।

৫. মুখের মেকআপ শেষ হওয়ার পর এবার চোখের পালা। চোখের মেকআপ করতে পারেন নানাভাবে। বেসিক আইস, স্মোকি আইস, ক্যাট আই নানাভাবে চোখের মেকআপ করা যায়। চটজলদি মেকআপে বেসিক আইসের জন্য আপনি চোখের ভেতর ও বাইরে সরু করে বা মোটা করে আইলাইনার টেনে নিন। নিচের চোখে লাইনার কিছুটা স্ম্যাশ করে দিন। ন্যাচারাল লুক আসবে চোখে।

৬. আইলাইনারের মতো আইশ্যাডোও বিভিন্নভাবে লাগানো যায়। তবে আপনি একটা বেজ কালার নিয়ে পুরো চোখের পাতায় লাগিয়ে নিন। ব্রাশের সাহায্যে কিছুটা ব্লেন্ড করে নিতে ভুলবেন না।

৭. আইল্যাশে মাশকারা লাগিয়ে শেষ করুন চোখের সাজ। কালো ছাড়া অন্য রঙও ব্যবহার করতে পারেন মাশকারায়।

৮. সাজের ক্ষেত্রে ঠোঁটের গুরুত্ব সবচেয়ে বেশি। পোশাক ও সাজের সাথে মিলিয়ে নির্বাচন করে রাখুন লিপস্টিকের রঙ। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটেও কিছুটা ফাউন্ডেশন লাগিয়ে নিন। লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন আপনার পছন্দমতো আকারে। এবার ব্রাশের সাহায্যে ঠোঁটে লিপস্টিক লাগান। লিপস্টিক না চাইলে গ্লসও লাগাতে পারেন।

৯.পুরো মেকআপ হয়ে গেলে বড় ব্রাশ নিয়ে সমগ্র মুখে হালকাভাবে বুলিয়ে নিন। বাড়তি কিছু থাকলে পড়ে যাবে। এ ছাড়া কোনো জায়গা বেশি ম্যাট মনে হলে কিছুটা ফেসবাম হাতে নিয়ে গালে ও কপালে লাগিয়ে নিতে পারেন।

১০. শেষ হলো আপনার মেকআপ। এবার আপনি তৈরি অফিস বা পার্টিতে যাওয়ার জন্য।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।