লা মেরিডিয়ান ঢাকায় চীনা বসন্ত উৎসব


প্রকাশিত: ০৫:২২ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

চীনা বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকা তিনদিনব্যাপী চাইনিজ খাবারের আয়োজন করেছে। লা মেরিডিয়ান ঢাকার এই আয়োজনে অতিথিদের জন্যে থাকছে বহু বৈচিত্র্যের চাইনিজ খাবারের আয়োজন।

রেগুলার বুফে ডিনারের সাথে তিনদিনব্যাপী এই আয়োজনের থাকবে চাইনিজ ডামপিলিং নুডলস, বেইজিং রোষ্ট ডাকস, সোয়েট ফিস,সোর ফিস ও চাইনিজ ফ্রাইড রাইস সহ আরো হরেক রকমের চাইনিজ খাবারের  আয়োজন।

লা মেরিডিয়ান ঢাকায় নতুন যোগ দেওয়া চাইনিজ শেফ জুজিন লেই এর হাতে রান্না করা বিখ্যাত চীনা রেসিপির স্বাদ ও সুগন্ধের অভিজ্ঞতা নিতে পারবেন অতিথিরা। লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে এই আয়োজন উপভোগ করা যাবে ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০১৭ পর্যন্ত। লা মেরিডিয়ান ঢাকা আশা করে এ আয়োজনে মাধ্যমে চীনা সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অপূর্ব মেলবন্ধন ঘটবে।   

সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে জনপ্রতি ৩৬০০++ টাকায় বুফে ডিনারের সাথে চাইনিজ খাবারের এই বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন।   

টেবিল বুক করতে অথবা আরো বিস্তারিত জানতে অতিথিরা ০১৯৯০৯০০৯০০ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।    

এইচএন/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।