মো. রবিন ইসলামের কবিতা: বর্ষার নিবেদন

নির্জন আকাশে ঝরে নীল বিষাদের বৃষ্টি,
পথেরা ভিজে যায় পুরোনো কোনো প্রতীক্ষায়।
দিগন্তে কালো মেঘের অবরুদ্ধ আর্তনাদ,
প্রকৃতির হৃদয়ে জেগে ওঠে সিক্ত আবেদন।
জলের ছোঁয়ায় পত্রপল্লব কাঁদে নীরবে,
প্রতিটি ফোঁটা যেন অনুচ্চারিত কবিতা।
নদীর ঢেউয়ে বাজে বেদনার বেহালা,
ভেজা মাটিতে মিশে যায় অস্ফুট চুম্বন।
বর্ষা শুধু জলের গল্প নয়—
এ এক নীরব ভালোবাসা, আকাশের দহন।
কবি: শিক্ষার্থী, ঢাকা কলেজ।
এসইউ/এমএস