শাহানাজ শিউলীর কবিতা: সময়ের অসহায়ত্ব

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৭ মে ২০২৫

সময়ের সাথে জীবন বদলায়, বদলায় চোখের জ্যোতি,
ঝাপসা স্বপ্নগুলো ভাসে কপালের তিলক রেখায়।
প্রত্যাশারা দুহাত পেতে দাঁড়িয়ে থাকে ফুটপাতের ভিখারির মতো।
জামার আস্তিনের ভাঁজে ভাঁজে প্রত্যাশাগুলো বন্দি হয়ে পড়ে
অপারগতা গুলিবিদ্ধ পাখির মতো ছটফট করে
ঝুলন্ত ত্বকের বলিরেখায় চাওয়া-পাওয়াগুলো ধূসর হতে থাকে
বঞ্জনার অনলে বারবার পুড়ে ঝলসিত হয় দেশপ্রেমের প্রতিশ্রুতি
সময়ের চোখ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অসহায়ত্বের কাছে।
ঘুটঘুটে আঁধারে এলিয়ে পড়ে ক্লান্ত শরীরে।
স্মৃতির কাতরতায় ঝাপসা হতে থাকে সোনালি সময়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।