ঋজু রেজওয়ানের কবিতা: টাইম ট্রাভেল

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ০৫ জুলাই ২০২৫

অসময় বলেছিল—
সময়েই এসো, সময়ে গিয়েছি... বলেছে, ‘অপেক্ষা’

অকস্মাৎ প্রস্থানে... ১৩.৮ পেরিয়ে... এখনও অপেক্ষায়

কালের পরিক্রমায়—
দেখছি, রহস্যাবৃত কিছু প্রতিচ্ছবি— ভাবায় না, এখন!

ধূর্ত গিরগিটি— উদ্ঘাটন করেছে রং পালটানো রহস্য

ফলশ্রুতিতে প্রায়শ—
রাতকানা ট্রাভেলের দেয়ালে দেয়ালে গ্রাফিতির ‘আমি’

আর, ‘তুমি’ সুবিশাল মহা+কাশের ওয়াল ডেকোরেশন

অন্য টাইম মেশিন—
সিঙ্গুলারিটি জ্যোৎস্নায় ফিরে যেতে চায়—দুরত্বঅভেদ

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।