মো. রবিন ইসলামের কবিতা: আষাঢ়ের অভিসার

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০১ জুলাই ২০২৫

 

নিভৃত নীলাচলে মেঘপুঞ্জের গাঢ় গর্জনে উদ্বেল আকাশ,
অতল গহন বরিষায় ধ্বনিত হয় ঋতুচক্রের প্রাচীন বাণী।
কদম-কুসুমে ঝরে পড়ে ধরণীর অজর আকুলতা,
সিক্ত শস্যপল্লব গায় নীরবতা-নিসর্গের মৌল গীতির ধ্বনি।

শস্যপূজার উল্লাসে উতরোল নদী বহে মৌন মাতম,
জলরেখার লিপিতে লেখে অরণ্য-প্রাণের অন্তঃস্বর।
আষাঢ়—নিষ্ঠুর প্রেমিকের ন্যায় একবারে সর্বস্ব ভাসায়,
অতঃপর রেখে যায় নীল জলবেদনা ও তীব্র সবুজতর স্বপ্ন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।