অনুপাতের ককফাইট

অধ্যাপক ড. আলীনূর রহমান
অধ্যাপক ড. আলীনূর রহমান অধ্যাপক ড. আলীনূর রহমান , ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

আসছে ত্রয়োদশ নির্বাচন

চলছে নানান আয়োজন
জিততেই হবে নির্বাচনে
প্রতিদ্বন্দ্বী ফেলে পেছনে।

প্রচলিত পন্থার নির্বাচনে
পরাজিতদের কে আর গনে
নেই তাদের কোনো প্রতিকার
জীবনভর দুঃখ, হাহাকার!

স্বল্প ভোটে হেরে যাবো
পাঁচ বছর আঙুল চুষবো?
এবার তা আর হবার নয়
অনুপাতের হবেই জয়!

বিশ্বের ১৭০ দেশের ৯১টিতে
নির্বাচন চলে পিআর পদ্ধতিতে
ভোটের অনুপাত নির্ণয় করে
বিজয় ছিনিয়ে আনবো ঘরে!

স্বতন্ত্র প্রার্থী কেউ হবে না
অটোপাস কেউ পাবে না
তাদের কপালে নেই পাস
তাদের আশায় ফাটা বাঁশ!

এমপি চিনবে না তার ভোটার
ভোটার চিনবে না এমপি তার
এমপি হবে হেভিওয়েট প্রার্থী
থাকলে টাকা আর লাগবে কী?

উপদেষ্টা হতেই ধরে কাজী
দুইশত কোটি দিতে রাজি
এমপি হবে মাত্র তিনশতো
প্রার্থী থাকবে অগুনতি!

চলবে তখন টাকার খেলা
দিন-রাত আর সন্ধ্যাবেলা
দলীয় অনুদান যার বেশি
নমিনেশন সে পাবে হাসি!

থাকবে না দলীয় সংখ্যাগরিষ্ঠতা
বিল পাসে থাকবে যত অস্থিরতা
সংসদ হতে পারে অকার্যকর
অশনিসংকেত করবে ভর!

কোরআনে নেতৃত্ব হলো আমানত
দায়ী হবো করলে তা খেয়ানত
যোগ্য ও হকদারকে দিতে হবে দায়িত্ব
অন্যথায় খর্ব হবে প্রত্যেকের কর্তৃত্ব।

পরামর্শক্রমে হবে নেতা নির্বাচন
যে হবে ইনসাফকারী, ন্যায়পরায়ণ
অন্যথায় দায়ী হয়ে যাবো সকলে
একালের সাথে হাশরে, পরকালে!

নেতৃত্ব আমানত, লোভের নয়
নেতৃত্ব চেয়ে নিতে কর ভয়!
অযোগ্য নেতা ধ্বংসের কারণ
তাকে নির্বাচন হাদিসে বারণ!

উত্তম নেতা হলো সে-ই জন
যার প্রতি দোয়া, ভালোবাসা সর্বক্ষণ
জনতার দোয়া আর ভালোবাসা
নেতার সুনেতৃত্বে জাগায় আশা!

মিথ্যুক, মোনাফেক যদি নেতা হয়
বিনিময়ে প্রতিপালক অসন্তুষ্ট হয়
সে ব্যক্তিকে বসাবে নেতৃত্বের চেয়ারে
যে তোমাদের কল্যাণের চিন্তা করে।

ন্যায়সঙ্গতভাবে যিনি নির্বাচিত হন
অধীনস্থের সাথে আচরণে অসৎ নন,
সে প্রবেশ করবে জান্নাতে
সফলকাম হয়ে যাবে দুই জগতে!

যদি করতে চাও প্রার্থী বাছবিচার
বাদ দিতে হবে ধূম্রজালের পিআর
কোরআন হাদিসের নির্দেশনা দেখে
নেতা নির্বাচন করি সবে হাসিমুখে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।