আবৃত্তি একাডেমির ‘আমি ছুঁয়েছি স্বাধীনতা’

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯

‘আমায় শুদ্ধ করো/সত্য-বলয়ে তুমি রুদ্ধ করো/প্রভু শুদ্ধ করো।’ এমন ব্রত’র পঙক্তিমালা দিয়ে শুরু হয় আবৃত্তি একাডেমির ৬০তম প্রযোজনা ‘আমি ছুঁয়েছি স্বাধীনতা’। কবি রাম চন্দ্র দাসের কবিতা অবলম্বনে সংগঠনটির পরিচালক মৃন্ময় মিজানের গ্রন্থনা ও নির্দেশনায় এতে অংশ নেন একঝাঁক আবৃত্তিশিল্পী।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শওকত ওসমান মিলনায়তনে মঞ্চায়িত হয় প্রযোজনাটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কবি রাম চন্দ্র দাস।

বিজ্ঞাপন

abritti-cover

প্রযোজনায় স্থান পেয়েছে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং বর্তমান রাষ্ট্রের নানা দিক। ব্যঙ্গাত্মক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় সমাজ ও জীবনের বিভিন্ন অসঙ্গতি। আবৃত্তির পাশাপাশি পুঁথি পাঠ ও গান স্থান পেয়েছে প্রযোজনায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রযোজনায় অংশ নেন আবৃত্তিশিল্পী মাশকুর-এ সাত্তার কল্লোল, মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, নেসার উদ্দীন আয়ূব, শারমিন ইসলাম জুই, দিলসাদ জাহান পিউলী, আহম্মেদ শুভ, হিমাদ্রী মোর্শেদ, আব্দুস সালাম, হাসান মাহমুদ, সাদিয়া খানম, হাসনাইন আনজুম, আল-আমিন, হাফসা মাহমুদ, সুইশিমে চৌধুরী, উর্মি আক্তার টুম্পা, সুস্মিতা দত্ত পৃথ্বা, তাহমিনা সুলতানা লিজা ও সুব্রত রায় প্রমুখ।

abritti-cover

মূল প্রযোজনার পাশাপাশি আবৃত্তি করেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পীরা। এছাড়া ছিল ক্ষুদে আবৃত্তিশিল্পীদের সংগঠন ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির পরিবেশনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।