চৈতী তৃষা

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৬ মার্চ ২০২৩

চৈত্র মাসে সূর্য উল্লাসে
মেঘ নিরুদ্দেশে পালায়!
পথিক ক্লান্ত জীর্ণ শ্রান্ত
বিশ্রাম খোঁজে ছায়ায়!

মাথার ওপর উলম্বভাবে
সূর্য বর্ষে অনল!
লু হাওয়ায় কৃষক তামা
শুকিয়ে চৌচির ভূতল।

পানিশূন্য বিল ডোবা
দীঘির জল তলে;
জলের সংকটে মানুষ জ্বলে
খালে শকট চলে!

আমের মুকুল ছাই হয়েছে
তৃণভূমি তেতে তামাটে!
পশু-পাখি অতি ব্যাকুল
চৈতী তাপের সম্পাতে!

একটু ছায়ায় মানুষ ঝিমায়
সুনসান পথ ধুলোময়!
গরুর পাল তৃষায় ছটফটায়
লাপাত্তা রাখাল এ সময়!

অনল বায় জগলু ধায়
বিরামহীন চলে ছুটে।
জনম বিরহী মরি মরি
গান মুখে চির সংকটে!

সজনীর তৃষায় তেপান্তরে হায়
খুঁজে মরে সে প্রিয়াকে;
মাঠ চৌচির মন শতচির
জীবন নদীর বাঁকে!

তৃষার্ত মন সারাজীবন
চৈতী তৃষ্ণা বক্ষে!
প্রিয়াকে পেলে শান্তি মেলে
জীবনটা হয় রক্ষে!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।