হাবীবাহ নাসরীনের কবিতা


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

কে?
হাবীবাহ নাসরীন

তোমার পাশে কে থাকবে গো, আঙুল ছুঁয়ে কে হাঁটবে
তোমার নামে চোখের কোলে নীলচে কাজল কে আঁকবে

ক্লান্ত এমন দিনের শেষে তোমার ফেরার প্রতীক্ষায়
কোন বালিকা গুণবে প্রহর আজন্মকাল প্রেমের দায়

কার রুমালের ফুল তোলা সুঁই তোমার নামে করবে গান
কার আঁচলে বাঁধবে তোমার সমস্ত টান-পিছুটান

তোমার নামে খুলবে বলো কার ওড়নার সেফটিপিন
সহস্রযুগ কার হবে গো তুমিবিহীন একটি দিন

কার বালিশের গন্ধ হবে, কার দুয়ারের ছিটকিনি
শখের অমন কাঁচের চুড়ি, চুড়ির তালে রিনঝিনি

তেল-হলুদের গন্ধ মেখে তোমার জন্য রাঁধবে কে
রাঁধতে গিয়ে আউলা চুলে আলতো খোঁপা বাঁধবে কে

তোমার কথা ভাবতে গিয়ে ভুলে আঙুল কে কাটবে
তোমার পাশে কে থাকবে গো, আঙুল ছুঁয়ে কে হাঁটবে!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।