অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
সরেজমিনে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে ঘুরে দেখা যায়, নেতাকর্মীদের ভিড় ঘিরে সেখানে গড়ে উঠেছে শতাধিক অস্থায়ী খাবার হোটেল ও ফুডকোর্ট। তেহারি, খিচুড়ি, রুটি, পরোটা, ডিমভাজি থেকে শুরু করে চা, বাদাম ও চানাচুর—সব ধরনের খাবারেই ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। পুরো এলাকাটি যেন ভাসমান হোটেলে পরিণত হয়েছে।

পিরোজপুর থেকে আসা বিএনপি কর্মী মামুন জানান, ভোরেই তিনটি বাসে করে প্রায় দুই শতাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। সকালের নাশতা সেরে ব্যানার হাতে মিছিল নিয়ে মূল মঞ্চের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
বরিশাল থেকে আসা বিএনপি নেতা হাবিবুর রহমান জানান, সকাল থেকেই তারা এলাকায় অবস্থান করছেন। সামনে মানুষের ঢল নামবে, তাই আগেভাগেই হালকা নাশতা সেরে নিচ্ছেন সবাই। অস্থায়ী হোটেলগুলোর খাবার পরিবেশন নিয়ে খুশি নেতাকর্মীরাও।
অস্থায়ী খাবার হোটেল বসানো আনিসুল জানান, তার স্থায়ী হোটেল খিলক্ষেতে হলেও আজকের জনসমাগম কেন্দ্র করে কুড়িল বিশ্বরোডে খাবার রান্না করে এনেছেন। সকাল থেকেই ভালো বেচাকেনা হচ্ছে। মাত্র ১৫০ টাকায় তেহারি ও খিচুড়ি বিক্রি করছেন তিনি।

রুটি ও ভাপা পিঠা বিক্রেতা আনোয়ারা বেগম বলেন, সাধারণত রাতে দোকান করলেও আজ সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় থাকায় আগেভাগে এসেছেন। বিক্রি ভালো হওয়ায় তিনি খুশি।
তারেক রহমানের সংবর্ধনা ঘিরে লাখ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি চলছে। এরই মধ্যে কুড়িল ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমে উঠেছে বেচাকেনা। এতে স্থানীয় দোকানিরাও সন্তুষ্ট।
ইএআর/এমকেআর/এএসএম
টাইমলাইন
- ১১:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জাইমা রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়ল আলোচিত যে বই
- ১১:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
- ১১:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড়, মহাখালীতে যানজট
- ১১:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সারারাতের ক্লান্তি ঘোচাতে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ, চলছে স্লোগানও
- ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে
- ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উৎসবমুখর ৩০০ ফিটে পতাকা বিক্রেতাদের পোয়াবারো
- ১০:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ প্রিয় নেতাকে একনজর দেখতে পায়ে হেঁটে এসেছেন বয়োবৃদ্ধরাও
- ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
- ১০:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
- ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা
- ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান
- ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নেতাকর্মীরা বলছেন ‘ঈদের অনুভূতি’
- ০৯:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
- ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?
- ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে ছুটছেন নেতাকর্মীরা
- ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট
- ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
- ০৮:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স
- ০৮:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
- ০৮:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনা: যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
- ০৮:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ পার্কিং গাড়ি সরিয়ে নেতাকর্মীদের সড়ক ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনী
- ০৮:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
- ০৮:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
- ০৮:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
- ০৭:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল