ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

পৌষের হাড়কাঁপানো শীত। চারদিকে ঘন কুয়াশার চাদর। বুড়িগঙ্গার বুকে তখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি। কিন্তু চিরচেনা রাজধানীর প্রধান নদী বন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ অন্যরকম এক চাঞ্চল্য। ঘড়ির কাঁটায় তখন ভোর ৪টা। দক্ষিণবঙ্গের জেলা বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি থেকে একে একে ঘাটে ভিড়তে শুরু করেছে বিশালকার সব লঞ্চ।

অন্যান্য দিনের তুলনায় আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ডেক থেকে শুরু করে কেবিন, প্রতিটি তলায় তিল ধারণের জায়গা নেই। লঞ্চ থেকে নামা হাজার হাজার মানুষের চোখেমুখে ক্লান্তির ছাপ নেই, বরং আছে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার আনন্দ। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর তাদের টেনে এনেছে এই রাজধানীতে।

ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে সুন্দরবন, অ্যাডভেঞ্চার, কুয়াকাটা বা পারাবতের মতো বড় লঞ্চগুলো যখন সাইরেন বাজিয়ে ঘাটে ভিড়ছে, তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে টার্মিনাল এলাকা। কুয়াশার কারণে লঞ্চ চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও মানুষের আবেগে কোনো ভাটা পড়েনি।

বরিশাল থেকে আসা ষাটোর্ধ্ব রহমত উল্লাহ বলেন, ১৭ বছর ওনারে (তারেক রহমান) দেখি না। শীত কোনো ব্যাপার না বাবা, নেতাকে একনজর দেখমু, এই আশাতেই সারা রাত ডেকে বসে আসছি।

ঘাটে নামা যাত্রীদের অধিকাংশের গন্তব্য এখন বিমানবন্দর এলাকা। তবে নিরাপত্তার খাতিরে এবং ভিড় সামলাতে সদরঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকদেরও তৎপর দেখা গেছে। কুয়াশাচ্ছন্ন ভোরে গরম চা আর বিস্কুট হাতে নিয়ে অনেককে জটলা পাকিয়ে ফ্লাইট ট্র্যাকিং অ্যাপে নজর রাখছিলেন। সবার জিজ্ঞাসা, বিজি ২০২ ফ্লাইট এখন কোথায়?

একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে

সরেজমিনে দেখা যায়, লঞ্চ থেকে নেমেই যাত্রীরা ছোট ছোট মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে রায়সাহেব বাজার এলাকার দিকে। সেখান থেকে বাস বা সিএনজিতে চড়ে তারা পৌঁছাতে চান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অনেকের হাতে জাতীয় পতাকা আর তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার। সদরঘাটের এই জনস্রোত জানান দিচ্ছে, ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতো দক্ষিণাঞ্চলেও বইছে উৎসবের আমেজ।

লঞ্চ থেকে নামা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকের কাছেই এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক আবেগঘন মুহূর্ত। বরিশাল থেকে আসা যুবদল কর্মী শামীম আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা গত রাতে লঞ্চে উঠেছি শুধু নেতাকে স্বাগত জানাতে। শীত বা কুয়াশা আমাদের আটকাতে পারবে না। আজ ১৭ বছরের আক্ষেপ মিটবে।

পটুয়াখালী থেকে আসা এক প্রবীণ কর্মী মাকসুদ আলী আবেগী কণ্ঠে বলেন, ভেবেছিলাম মরার আগে ওনারে আর দেখতে পাবো না। আল্লাহ ওনারে সুস্থভাবে দেশে ফিরায় আনছেন, এটাই আমাদের বড় পাওয়া। আমরা এখন সোজা বিমানবন্দর চলে যাবো।

ঘাট ও তৎসংলগ্ন কোতোয়ালি থানা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ভোর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তা মাসুদ রানা জাগো নিউজকে বলেন, লঞ্চে করে আজ বিপুল সংখ্যক যাত্রী ঢাকায় প্রবেশ করছেন। যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সদরঘাট ও আশপাশের মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে। আমরা ট্রাফিক বিভাগকেও অনুরোধ করেছি, যাতে লঞ্চ থেকে নামা মানুষের যাতায়াতে কোনো দীর্ঘ যানজটের সৃষ্টি না হয়।

এমডিএএ/কেএসআর/এএসএম

টাইমলাইন

  1. ১২:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ খালি পায়ে দেশের মাটিতে স্পর্শ করলেন তারেক রহমান
  2. ১২:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
  3. ১২:২৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘বাড়ি থেকে আনা খাবার একসঙ্গে ৩০ জন খাবো, এটাই আনন্দ’
  4. ১২:২৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৩১৪, বিএনপি নেতাকর্মীদের জন্য এক নীরব যন্ত্রণার সংখ্যা
  5. ১২:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন
  6. ১২:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, দেশে আসায় ঈদের আনন্দ লাগছে’
  7. ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
  8. ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
  9. ১১:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন ঘিরে স্লোগানের বাস্তবায়ন হলো আজ
  10. ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক মুহূর্ত
  11. ১১:৪১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অবশেষে ঢাকায় তারেক রহমান
  12. ১১:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জাইমা রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়ল আলোচিত যে বই
  13. ১১:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
  14. ১১:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড়, মহাখালীতে যানজট
  15. ১১:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সারারাতের ক্লান্তি ঘোচাতে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ, চলছে স্লোগানও
  16. ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে
  17. ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উৎসবমুখর ৩০০ ফিটে পতাকা বিক্রেতাদের পোয়াবারো
  18. ১০:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ প্রিয় নেতাকে একনজর দেখতে পায়ে হেঁটে এসেছেন বয়োবৃদ্ধরাও
  19. ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
  20. ১০:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
  21. ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা
  22. ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান
  23. ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নেতাকর্মীরা বলছেন ‘ঈদের অনুভূতি’
  24. ০৯:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
  25. ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?
  26. ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে ছুটছেন নেতাকর্মীরা
  27. ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট
  28. ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
  29. ০৮:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স
  30. ০৮:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
  31. ০৮:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনা: যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
  32. ০৮:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ পার্কিং গাড়ি সরিয়ে নেতাকর্মীদের সড়ক ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনী
  33. ০৮:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
  34. ০৮:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
  35. ০৮:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
  36. ০৭:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল