ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলন- দুই সময়ের শহীদদের রক্ত ঝরানোর ধারাবাহিকতাকে এক সুতোয় গেঁথে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি মৌলিক অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী-পুরুষ, মাদরাসার ছাত্রসহ দলমত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষ ৫ আগস্ট দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করেছিল।

নিরাপদ দেশ গড়া
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ তাদের মৌলিক অধিকার পুনরুদ্ধার করতে চায়। কথা বলার অধিকার ফিরে পেতে চায়। গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে।’

‘আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু- যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে,’ যোগ করেন তিনি।

শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের

প্রত্যাশা পূরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বিভিন্ন জনগোষ্ঠীর কথা তুলে ধরে বলেন, ‘এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, চার কোটির বেশি তরুণ প্রজন্মের সদস্য, পাঁচ কোটির মতো শিশু, ৪০ লাখের মতো প্রতিবন্ধী মানুষ ও কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর প্রত্যাশা আছে রাষ্ট্রের কাছে। আকাঙ্ক্ষা আছে দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে এই লাখ-কোটি মানুষের প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ।’

রক্তের ঋণ শোধ
মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনের শহীদদের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এরকম একটি বাংলাদেশ গঠনের জন্য।’

তিনি অভিযোগ করেন, ১৫ বছরের স্বৈরাচারের আমলে হাজারো মানুষ গুম-খুনের শিকার হয়েছে। শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে।

২০২৪ সালের আন্দোলন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা দেখেছি তরুণ প্রজন্মের সদস্যরা কীভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।’

সম্প্রতি শহীদ শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘কয়েক দিন আগে এই বাংলাদেশের ২৪-এর আন্দোলনের সাহসী প্রজন্মের সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক।’

সব শহীদের রক্তের ঋণ শোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদিসহ, ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন। এই মানুষগুলোর রক্তের ঋণ শোধ করতে আসুন আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে আমরা সকলে মিলে কাজ করবো। যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবো।’

শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের

ধৈর্য ধারণের আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আধিপত্যবাদী শক্তির ভক্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।’

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে। যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে পারি।’

এসময় মঞ্চে উপস্থিত নেতাদের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমার সঙ্গে আজ মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত চাই। যে জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আছেন, বাইরে আছেন, আমরা সকলে মিলে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

দেশের শান্তি রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের যে কোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উসকানির মুখে ধীর-শান্ত থাকতে হবে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই।’

আই হ্যাভ আ প্ল্যান
যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তার একটি বিখ্যাত ডায়ালগ আছে- আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই- আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’

এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন জন্য বাস্তবায়ন করতে প্রত্যেক মানুষের সহযোগিতা লাগবে বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হবো।’

ন্যায়ের আলোকে দেশ পরিচালনা
তারেক রহমান বলেন, ‘আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি- হে রাব্বুল আলামিন, একমাত্র মালিক, একমাত্র পরওয়ারদিগার, একমাত্র রহমতদানকারী, একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদের রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ ও দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য ও দয়া এই দেশ ও দেশের মানুষের ওপর থাকে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।’

‘আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ আগামী দিনে দেশের দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতা সেই ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো, যোগ করেন তিনি।

খালেদা জিয়ার জন্য দোয়া কামনা
নিজের মা খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কী হয়েছে আপনারা প্রত্যেকে সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসেবে আপনাদের কাছে চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন।’

নিজের অনুভূতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, অর্থাৎ আপনারা, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারিনি। সেজন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদেরসহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে।’

শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুত্ব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যে ধর্মের মানুষ হই, যে শ্রেণির মানুষ হই, যে রাজনৈতিক দলের সদস্য হই, অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই- আমাদের নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে মানুষ যাতে নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যেকোনো বয়স, শ্রেণি, পেশা ও ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজ।’

তিনি সবাইকে মিলে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে এভাবে বরণ করে নেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেএইচ/একিউএফ/জেআইএম

টাইমলাইন

  1. ০৮:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
  2. ০৮:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গুলশানের বাসায় তারেক রহমান
  3. ০৮:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে
  4. ০৭:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে
  5. ০৭:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সদরঘাটে বিএনপির ঘরমুখী নেতাকর্মীদের স্রোত
  6. ০৭:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: আখতার
  7. ০৭:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার থেকে গুলশানের বাসার পথে তারেক রহমান
  8. ০৭:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান
  9. ০৭:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের
  10. ০৫:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মায়ের কাছে তারেক রহমান
  11. ০৫:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের গণসংবর্ধনা শেষে গন্তব্যে ফিরছেন কর্মী-সমর্থকরা
  12. ০৫:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি প্রজন্মের সাহসী, তিনি শহীদ হয়েছেন: তারেক রহমান
  13. ০৫:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
  14. ০৪:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাসা থেকে এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা ও জাইমা রহমান
  15. ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সবার কঠোর পরিশ্রমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো
  16. ০৪:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
  17. ০৪:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো
  18. ০৪:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উসকানির মুখেও ধীর-শান্ত থাকতে হবে: তারেক রহমান
  19. ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: ফখরুল
  20. ০৪:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান
  21. ০৪:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ চাটুকারদের এড়িয়ে চলতে তারেক রহমানকে তরুণ অভিনেতার খোলা চিঠি
  22. ০৩:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়লো যে বই
  23. ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান, তুমুল উচ্ছ্বাস-স্লোগানে বরণ
  24. ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরার দিনে নায়ক মান্নার সঙ্গে ছবি ভাইরাল
  25. ০৩:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চের খুব কাছে তারেক রহমান, স্লোগানে উত্তাল
  26. ০৩:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের কাছে প্রাণিদের জন্য হাসপাতাল চাইলেন নির্মাতা দীপন
  27. ০৩:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন: তারেক রহমান
  28. ০৩:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের জন্য ৩০০ ফিটে জাসাসের দোয়া মাহফিল ও উৎসব
  29. ০৩:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তার মনের নেক আশাগুলো আল্লাহ পূর্ণ করুন: কনকচাঁপা
  30. ০২:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান এলেন, নেতাকর্মীদের আবেগে ভাসালেন
  31. ০২:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ আপনার কাছে ব্যতিক্রমী ও দূরদর্শী নেতৃত্ব প্রত্যাশা করছে
  32. ০২:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ
  33. ০২:২৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান
  34. ০২:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির
  35. ০১:২৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিমানবন্দরে ফখরুলকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান
  36. ০১:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ধীরে এগোচ্ছে গাড়িবহর, হাত নেড়ে অভিবাদন তারেক রহমানের
  37. ০১:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা
  38. ১২:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আজ যা ঘটছে ইতিহাসে চিরদিন লেখা থাকবে : বান্নাহ
  39. ১২:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, ধন্যবাদ জ্ঞাপন
  40. ১২:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ লাল-সবুজ বাসে গণসংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান
  41. ১২:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য
  42. ১২:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ রাস্তায় রাস্তায় পুলিশ-বিজিবি-সেনাবাহিনী, নিরাপত্তায় মোড়ানো ঢাকা
  43. ১২:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শাহজালালে দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের
  44. ১২:৪১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নির্বাসনের অবসান, নতুন অধ্যায়ের সূচনা
  45. ১২:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ খালি পায়ে দেশের মাটি স্পর্শ
  46. ১২:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
  47. ১২:২৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘বাড়ি থেকে আনা খাবার একসঙ্গে ৩০ জন খাবো, এটাই আনন্দ’
  48. ১২:২৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৩১৪, বিএনপি নেতাকর্মীদের জন্য এক নীরব যন্ত্রণার সংখ্যা
  49. ১২:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন
  50. ১২:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, দেশে আসায় ঈদের আনন্দ লাগছে’
  51. ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
  52. ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
  53. ১১:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন ঘিরে স্লোগানের বাস্তবায়ন হলো আজ
  54. ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’
  55. ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক মুহূর্ত
  56. ১১:৪১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অবশেষে ঢাকায় তারেক রহমান
  57. ১১:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জাইমা রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়ল আলোচিত যে বই
  58. ১১:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
  59. ১১:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড়, মহাখালীতে যানজট
  60. ১১:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সারারাতের ক্লান্তি ঘোচাতে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ, চলছে স্লোগানও
  61. ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে
  62. ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উৎসবমুখর ৩০০ ফিটে পতাকা বিক্রেতাদের পোয়াবারো
  63. ১০:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ প্রিয় নেতাকে একনজর দেখতে পায়ে হেঁটে এসেছেন বয়োবৃদ্ধরাও
  64. ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
  65. ১০:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
  66. ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা
  67. ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান
  68. ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নেতাকর্মীরা বলছেন ‘ঈদের অনুভূতি’
  69. ০৯:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
  70. ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?
  71. ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে ছুটছেন নেতাকর্মীরা
  72. ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট
  73. ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
  74. ০৮:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স
  75. ০৮:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
  76. ০৮:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনা: যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
  77. ০৮:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ পার্কিং গাড়ি সরিয়ে নেতাকর্মীদের সড়ক ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনী
  78. ০৮:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
  79. ০৮:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
  80. ০৮:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
  81. ০৭:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল