সখীপুর রিপোর্টার্স ইউনিটির ত্রিবার্ষিক-সম্মেলন
কাশেম সভাপতি মোর্শেদ সম্পাদক
টাঙ্গাইলে সখীপুর রিপোর্টার্স ইউনিটি ত্রিবার্ষিক-সম্মেলন আজ শনিবার সকালে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াস কাশেম সখীপুর উপজেলা প্রতিনিধি(বিজয় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোর্শেদ খান, স্টাফ রিপোর্টার (দৈনিকে বাংলার দূত)।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন। সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম(দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক আলোকিত প্রতিদিন), যুগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসেন,(গণমানুষের আওয়াজ), মো. আলা-আমীন(ভোরের চেতনা) সাংগঠনিক সম্পাদক মো. আল-আমীন (গণঅধিকার), কোষাধক্ষ্য মো. হাসান আলী (বার্তা সারেজামিন), দপ্তর সম্পাদক মো. শাহজালাল (যুগ যুগান্তর), তথ্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সুমন সরকার(গণকন্ঠ),ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেজাউল করিম রিফাত (আজকের গোয়েন্দা সংবাদ)।
সম্মানিত সদস্য মতিউর রহমান ভূঞা, মির্জা সাইদুল ইসলাম, রহমতুল্লাহ, ফাইজুল ইসলাম, মো. আব্দুল মান্নান মিয়া।

সদস্য মো. রাসেল, মো. রাকিব শিকদার (লাল), মো. সাব্বির আহমেদ, মো. মেরাজ শিকদার।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অনুষ্ঠানে লিখিত শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় সখীপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, “নবগঠিত এই কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটির নেতৃত্বে রিপোর্টার্স ইউনিটি আগামীর পথচলায় আরও গতিশীল হবে।
এইচআর/এএসএম