গ্লোবাল টিভির বার্তা প্রধান হলেন নাজনীন মুন্নী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৭ জুলাই ২০২৫

সাংবাদিক ও উপস্থাপক নাজনীন মুন্নী গ্লোবাল টেলিভিশনে সম্প্রতি যোগ দিয়েছেন বার্তা প্রধান হিসেবে।

নাজনীন মুন্নী ২০০৬ সালে ‘দৈনিক সংবাদ’ এ রিপোর্টার হিসেবে যোগ দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। দেশের প্রথম স‍্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশন দ্বিতীয় দফায় সম্প্রচারে আসার পর সেই চ‍্যানেলে যোগ দেওয়ার মধ‍্য দিয়ে টেলিভিশন সাংবাদিকতায় হাতেখড়ি তার। ‘একুশে বিজনেস’ অনুষ্ঠান করে শুরুতেই তিনি ব‍্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।

এরপর তিনি একে একে দেশের জনপ্রিয় সব সংবাদভিত্তিক চ‍্যানেল- যমুনা টিভি, চ‍্যানেল২৪, নিউজ ২৪, ডিবিসি এবং একাত্তর টেলিভিশনে সাংবাদিক হিসেবে কাজ করেন। একই সাথে রাজনৈতিক বিষয়ক টক শো করে তিনি জনপ্রিয় ও পরিচিত মুখ হয়ে ওঠেন। সবশেষ তিনি ডিবিসি নিউজে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।