সাংবাদিক ওমর ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

সাংবাদিক ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওমর ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার। এ উপলক্ষে রোববার ঢাকার মীরহাজিরবাগে তার নিজ বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামীকাল জুরাইন কবরস্থানে পরিবারের সদস্যরা কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।

গত বছরের ৩০ এপ্রিল ভোর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে এ সাংবাদিক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

২০১৭ সালের ২৯ এপ্রিল দুপুরে অফিসে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সংবাদ সংগ্রহ শেষে ওইদিন বেলা দেড়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর থেকে অফিসের গেটে পৌঁছার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন।

সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর হার্টের শিরায় দুটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে আইসিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কর্মজীবনে সাংবাদিক এম ওমর ফারুক দৈনিক সমাচার, দৈনিক রূপালি, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর এবং সর্বশেষ বাংলা ট্রিবিউনে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

এএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।