সাংবাদিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের পর এরই মধ্যে পেরিয়ে গেছে ৮০ ঘণ্টার বেশি। তবে এখনো শেষ হয়নি উদ্ধারকাজ। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রাণহানির সংখ্যা যেমন ক্রমান্বয়ে বাড়ছে, তেমনি এখনো নিখোঁজ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। এ অবস্থায় তুরস্কে ভূমিকম্পের সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশের সাংবাদিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি।

আরও পড়ুন: মৃত্যু ১৭ হাজার ছাড়ালো, বাঁচার আশা নিভুনিভু

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। বুধবার (৮ ফেব্রুয়ারি) ওই পোস্টে তিনি লেখেন, কেউ সংবাদ সংগ্রহের জন্য যেতে চাইলে তার এখন আর প্রেস ভিসার জন্য আবেদন করতে হবে না। এ জন্য সাংবাদিকদের নিজ নিজ কর্মস্থলের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের মেইলে (pressaccreditation@iletisim.gov.tr) যোগাযোগের অনুরোধ করেন তিনি।

সাংবাদিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো তুরস্ক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: ২১ বাংলাদেশিকে আঙ্কারায় সরিয়ে নিলো দূতাবাস, হাসপাতালে দুজন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে নির্দিষ্ট পাঁচটি শর্ত পূরণ সাপেক্ষে ভিনদেশি সাংবাদিকদের তিনমাসের অধিক সময়ের ভিসা দিতো তুরস্ক।

এমএমএ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।