কার্ডের মেয়াদ হবে ৩ বছর

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালার গেজেট প্রকাশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সাংবাদিকদের জন্য নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নীতিমালায় বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদকাল হবে তিন বছর। এই কার্ড হবে ডিজিটাল।

কার্ড প্রদানের নিয়মাবলীতে বলা হয়, আবেদন করার সময় আবেদনকারীকে ন্যূনতম পাঁচ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্তির সংখ্যা নির্ধারণে বলা হয়, গণমাধ্যমে কর্মরত সম্পাদক নির্বাহী সম্পাদক উপ-সম্পাদক বার্তা সম্পাদক বিভাগীয় সম্পাদক প্রতিবেদক আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারদের মোট সংখ্যার আনুপাতিক হারে প্রেস অ্যাক্রিডিটেশন প্রদান করা হবে। তবে কার্ড প্রদানের সংখ্যা কোনোক্রমেই মোট সংখ্যা ৩০ শতাংশের বেশি হবে না এবং একক কোনো প্রতিষ্ঠান ১৫টির বেশি কার্ড পাবে না ।

ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা এবং মূলধারা গণমাধ্যমে বছরের অন্তত ১০টি প্রতিবেদন প্রচার বা প্রকাশের প্রমাণক দাখিল করতে হবে।

এমইউ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।