কামাল আহমেদ

সাংবাদিককে বিজ্ঞাপনের এজেন্ট বানানোর সুযোগ দেওয়া যাবে না

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১৭ এএম, ২৩ মার্চ ২০২৫

সাংবাদিকদের বিজ্ঞাপনের এজেন্ট বানানোর সুযোগ না দেওয়ার জন্য কমিশন সুপারিশ করেছে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

তিনি বলেন, সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, বিজ্ঞাপনের পেছনে ছোটা নয়। একই সঙ্গে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে এক বছর সময় অতিবাহিত না হলে সাংবাদিক হিসেবে স্বীকৃতি না দেওয়ার সুপারিশও করেছেন তারা।

শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অন্যতম কারণ পর্যাপ্ত বেতন-ভাতার নিশ্চয়তা না থাকা। জীবনযাত্রার মান ধরে রাখার জন্যও অনেকে দুর্নীতিতে জড়ান।

এমইউ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।