ডিআরইউতে ফল উৎসব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৭ জুলাই ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উৎসব চলে।

ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ আয়োজনে ছিল এ উৎসবে ফল।

সম্মিলিতভাবে ফল উৎসবের উদ্বোধন করেন ডিআরইউয়ের সাবেক সভাপতি শাহজাহান সরদার, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন।

ডিআরইউতে ফল উৎসব

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের সহযোগিতাকারী প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন ফল উৎসবের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার। ফল উৎসবের সদস্য সচিব ছিলেন কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম ও সুমন চৌধুরীসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এনএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।