কানাডিয়ান হাইকমিশনের পুরস্কার জিতলেন জাগো নিউজের মিরাজ


প্রকাশিত: ০৯:০১ এএম, ০২ মার্চ ২০১৭

নারী ও শিশু নির্যাতন এবং সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় কানাডিয়ান হাইকমিশনের পুরস্কার জিতেছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর বরগুনা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম মিরাজ।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ইনসার্ভিস ট্রেইনিং সেন্টারে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর অব পুলিশ (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান।   

বরিশাল বিভাগের ছয় জেলায় কর্মরত সব সংবাদকর্মীকে নিয়ে কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে টেলিভিশন, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল এ তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করে উপকূলীয় উন্নয়ন সংগঠন জাগোনারী।

প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি সোহেল হাফিজ এবং টেলিভিশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিরাজ আহমেদ জাবের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার এস এম আক্তার জামান, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, ইউনিসেফের বরিশাল বিভাগের সমন্বয়ক তৌফিক আহমেদ, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মুরাদ হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় প্রত্যেক বিজয়ীকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।