একাত্তর টিভির অনুষ্ঠান প্রধানের পদত্যাগ


প্রকাশিত: ০৮:২৮ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জের ধরে পদত্যাগ করেছেন একাত্তর টিভির অনুষ্ঠান প্রধান নূর সাফা জুলহাস। এরইমধ্যে কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহন করেছে। এই মুহূর্তে বিভাগীয় প্রধান ছাড়াই চলছে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ।

নূর সাফা জুলহাস একাত্তরের শুরুর দিকের কর্মী। যে ক’জনের উদ্যোগে চ্যানেলটি গড়ে উঠেছে তিনি তাদেরই একজন। কিন্ত বেশ কিছু বিষয়ে বিগত কিছু সময় ধরে কর্তৃপক্ষের সঙ্গে তার  দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জেরই এই পদত্যাগ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

চ্যানেল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে- গত জুলাই মাসে জুলহাস আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। অবশ্য এর আগে থেকেই তিনি চ্যানেলটিতে অনিয়মিত ছিলেন।

একাত্তর থেকে পদত্যাগ করলেও এখনও পর্যন্ত জুলহাস কোনো চ্যানেলে যোগ দেননি। তবে, একাধিক চ্যানেলের সঙ্গে তার কথাবার্তা চলছে বলে তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।