পড়ন্ত বেলায় ছেলেকে চিরবিদায়


প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৮ মে ২০১৭

জীবনের পড়ন্ত বেলায় আদরের সন্তানকে চিরবিদায় দিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার। বড় ছেলে জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েলের অকাল মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বাবা হিসাবে ছেলের এ মৃত্যু মেনে নেয়াও কঠিন। তবুও ভরাক্রান্ত হৃদয়ে বিদায় জানাতে শেষ বারের মতো বনানী কবরস্থানে আসেন বাবা।

শনিবার রাতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Mp

প্রতিষ্ঠার পর থেকে জুয়েল তার বাবার মালিকানাধীন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে আসছিলেন।

বিকেলে (বাদ আসর) বনানীর মাঠে জুয়েলের জানাজা সম্পন্ন হয়। এরপর বনানীর কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন।

আনিসুল হক বলেন, জুয়েলের এ অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। কারো জন্যই এমন মৃত্যু কাম্য নয়। সংসদ সদস্য কামাল মজুমদার ও তার পরিবারে প্রতি সমবেদনা জানাই।

এমএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।