ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাগো নিউজের মিলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৩৭ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৮ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো নিউজের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু। বুধবার রাতে অনুষ্ঠিত নির্বাচনে চ্যানেল নাইন প্রতিনিধি জহিরুল হক মিলন সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হাবিবুর রহমান খান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নুরুল আমিন চৌধুরী। সদস্য ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান ও ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।

এছাড়া নির্বাচনে কার্যকরী নির্বাহী কমিটির সদস্য পদে প্রথম হয়েছেন এনটিভি ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, দ্বিতীয় হয়েছেন বাসস ফেনী প্রতিনিধি আবুল কাশেম, তৃতীয় হয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, চতুর্থ হয়েছেন পাক্ষিক মসিমেলার সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, পঞ্চম হয়েছেন ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন ও ষষ্ঠ হয়েছেন যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ দৈনিক ফেনীর সময় সহ-সম্পাদক আলী হায়দার মানিক, দফতর সম্পাদক মোহনার টিভির প্রতিনিধি দিদারুল আলম, প্রচার সম্পাদক পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বনিক বার্তার ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সার নির্বাচিত হয়েছেন।

জহিরুল হক মিলু/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।