সাংবাদিক মিজানুর রহমান খান করোনায় আক্রান্ত
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে মিজানুর রহমানের ভাই ঢাকা রিপোর্টার্স ইউটিনিটির (ডিআরইউর) নবনির্বাচিত সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার পর শুক্রবার বিকেলে তার করোনা পজিটিভ আসে। মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ পরামর্শে তিনি চিকিৎসা শুরু করেছেন। তিনি এখন নিজ বাসাতেই অবস্থান করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
মিজানুর রহমানের আরেক ভাই শিক্ষা বিশেষজ্ঞ ও দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানও তার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এফএইচ/এসজে/জেআইএম